২৪ ঘণ্টার ব্যবধানে ক্রিকেটে মুদ্রার উল্টো পিঠ দেখলেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যের পর গায়ানায় গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় ম্যাচে সম্পূর্ণ ব্যর্থতার মুখে পড়েন বাংলাদেশের এই তারকা। ব্যাট হাতে মাত্র ৭ রান, আর বল হাতে ৪ ওভারে উইকেটশূন্য ৩৪ রান-এই হলো সাকিবের হতাশাজনক পারফরম্যান্স।
টস হেরে ব্যাটিংয়ে নামে সাকিবের দল দুবাই ক্যাপিটালস। পাওয়ার প্লেতে দ্রুত ৩ উইকেট হারালে ষষ্ঠ ওভারে ব্যাট করতে নামেন সাকিব। তবে শুরু থেকেই ছিল সংগ্রামের চিত্র। ৭ বলে মাত্র ১ রান করার পর মোহাম্মদ নাবির বিপক্ষে একটি ছক্কা মারলেও, পরের বলেই স্লোয়ার বুঝতে না পেরে ক্যাচ দেন লং অফ ও মিড অফের মাঝখানে।
টি-টোয়েন্টিতে এটি সাকিবের টানা ব্যর্থতার অংশ। সবশেষ ১০ ম্যাচের ছয়টিতেই তিনি দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি, এবং সাত ম্যাচে কোনো উইকেট পাননি বল হাতেও।
হোবার্ট হারিকেনসের লক্ষ্য ছিল ১৪২ রান, যা ১৮ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে টপকে যায় তারা। দুবাইয়ের অধিনায়ক গুলবাদিন নাইব শুরু থেকেই স্পিনে ভরসা রাখেন-দুই প্রান্তে ছিলেন সাকিব ও রোহান মোস্তফা। কিন্তু আশানুরূপ সাড়া পাওয়া যায়নি।
সাকিব নিজের প্রথম ওভারে বেন ম্যাকডারমটের কাছে দুটি চার হজম করেন, দ্বিতীয় ওভারে আরও দুটি। পরবর্তী স্পেলে কিছুটা নিয়ন্ত্রণ আনলেও উইকেটশূন্য থাকেন। শেষ ওভারে এসে দেন আরও ৯ রান।
হোবার্টের দুই ওপেনার ম্যাকডারমট (২৪ বলে ৪৮) ও ম্যাকিলিস্টার রাইট (৪৭ বলে ৫০*) দারুণ ব্যাটিংয়ে দলকে সহজ জয় এনে দেন। দুই ম্যাচে একটি করে জয় ও হার নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে দুবাই ক্যাপিটালস। পরবর্তী ম্যাচে তারা সোমবার ভোরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে।
Discussion about this post