জাতীয় দলের বাইরে ছিলেন দীর্ঘ ১৩ মাস। ফেরার অপেক্ষা শেষে আবারও বাংলাদেশ টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজে থাকছেন তিনি। তবে দলে ঢোকা নয়, এবার লক্ষ্য একটাই-নিজেকে প্রমাণ করে জায়গা পাকা করা।
দলে ফেরার অনুভূতি জানিয়ে সাইফউদ্দিন বলেন, ‘সুযোগ পাওয়াটা কঠিন হলেও, জায়গা ধরে রাখাটা আরও কঠিন। চেষ্টা করব যেন নিজের জায়গাটা তৈরি করতে পারি। ক্যাম্পে প্রস্তুতি ভালো হয়েছে, নিজের দুর্বলতা নিয়েও কাজ করেছি।’
জিম্বাবুয়ের বিপক্ষে মে মাসের টি-টোয়েন্টি সিরিজে ফিরলেও বিশ্বকাপের স্কোয়াডে ঠাঁই হয়নি সাইফউদ্দিনের। এমনকি স্ট্যান্ডবাই তালিকাতেও ছিলেন না। তার পরিবর্তে তরুণ তানজিম হাসান সাকিব পেয়েছিলেন সুযোগ। সেই অভিজ্ঞতা থেকেই এবার আরও দৃঢ় প্রত্যয় নিয়ে ফিরেছেন সাইফউদ্দিন।
নিজের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘বোলিংয়ে আগের ভুলগুলো কাটানোর চেষ্টা করেছি—ইয়র্কার, ভ্যারিয়েশন, লাইন-লেন্থ… সব নিয়েই কাজ করেছি। বোলিং ক্যাম্পে নাজমুল ভাইয়ের সঙ্গে আলোচনা করেছি। দেখা যাক কেমন হয়।’
তানজিমের ব্যাটিং ক্যামিও (২১ বলে ৩৩*) তুলে ধরে সাইফউদ্দিন বলেন, ‘ওর ইনিংসটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি বিশ্বাস করি, দলে যত বেশি পেস বোলিং অলরাউন্ডার থাকবে, ততই উপকার হবে। ইংল্যান্ডের দিকেও তাকান, সেখানে একসঙ্গে কয়েকজন অলরাউন্ডার খেলে। আমরা কেন পারব না?’
বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ জুলাই, ক্যান্ডির পাল্লেকেলেতে। বাকি দুই ম্যাচ ১৩ ও ১৬ জুলাই।
Discussion about this post