শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় আবারও চাপে পড়েছে বাংলাদেশ দল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সুবিধাজনক অবস্থানে যেতে পারেনি টাইগাররা। ৩৭ ওভারে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৯২ রান।
শুরুর দিকে পারভেজ হোসেন ইমন দেখিয়েছেন দৃঢ়তা। ইনিংসের গোড়াপত্তনে নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েন পঞ্চাশোর্ধ্ব জুটি। শেষ পর্যন্ত ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তবে ইমনের এই সংগ্রামী ইনিংস বাদ দিলে বাকিদের ব্যাটিং ছিল দায়িত্বহীন।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ হুক করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন। একই রকম ভুলে এবার শামীম পাটোয়ারী ফাইন লেগে ধরা পড়েন। দায়িত্বশীল ব্যাটিংয়ের পরিবর্তে আক্রমণাত্মক অথচ বেপরোয়া শট খেলেই উইকেট বিলিয়ে দেন তারা।
শামীম হোসেন অবশ্য কিছুক্ষণ রান বাড়ানোর চেষ্টায় ছিলেন। এক ছক্কা ও দুই চারে ২৩ বলে ২২ রান করে যখন গতি আনতে চাইছিলেন, তখনই আসিথা ফার্নান্দোর বলে ডিপ ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। তার বিদায়ে আবারও ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়।
সবকিছুর মাঝেও একপ্রান্ত আগলে রাখেন তাওহিদ হৃদয়। সুনির্দিষ্ট পরিকল্পনায় ধীরে ধীরে রান তুলছেন তিনি। দলের স্কোরবোর্ডে কিছুটা স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছেন এই ব্যাটার।
প্রথম ম্যাচে ৭৭ রানে হারের পর আজকের ম্যাচটি সিরিজে টিকে থাকার শেষ সুযোগ বাংলাদেশের জন্য। সেই ম্যাচে ব্যাটিং ব্যর্থতাই বড় কারণ ছিল হারের। অথচ দ্বিতীয় ম্যাচেও একই ভুলের পুনরাবৃত্তি করায় ফের চাপ বাড়ছে টাইগারদের ওপর।
Discussion about this post