বাংলাদেশের ক্রিকেটের লেগস্পিন ঘরানায় দীর্ঘদিন ধরেই শূন্যতা বিরাজ করছিল। সেই জায়গায় আলো জ্বালাতে শুরু করেছেন তরুণ অলরাউন্ডার রিশাদ হোসেন। এবার তার সামনে বড় চ্যালেঞ্জ-অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ, বিগ ব্যাশ। হোবার্ট হারিকেন্সের হয়ে প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ লিগে মাঠে নামার সুযোগ পাচ্ছেন রিশাদ।
গত বছর দল পেয়েও ভিসাজনিত জটিলতায় অস্ট্রেলিয়ায় উড়াল দিতে পারেননি তিনি। কিন্তু ভাগ্য এবার আর বাধা হয়ে দাঁড়ায়নি। হোবার্ট হারিকেন্স আবারও তাকে দলে রেখেছে। আর এবারের সূচি বলছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে রিশাদের জন্য শুরু হচ্ছে নতুন এক অধ্যায়।
রিশাদের দল হোবার্ট হারিকেন্স খেলবে মোট ১০টি ম্যাচ। প্রতিপক্ষ হিসেবে থাকবে বিগ ব্যাশের শক্তিশালী দলগুলো—সিডনি থান্ডার, মেলবোর্ন রেনেগেডস, পার্থ স্কর্চার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও ব্রিসবেন হিটের মতো দাপুটে ফ্র্যাঞ্চাইজি।
এই দশটি ম্যাচই হতে পারে রিশাদের কেরিয়ার বদলে দেওয়ার মঞ্চ। বাংলাদেশি খেলোয়াড়দের জন্য বিদেশি লিগে নিজেকে মেলে ধরার সুযোগ অনেক কম আসে। তাই এই সুযোগটাকে কাজে লাগাতে মরিয়া থাকবেন এই লেগস্পিনার।
টি-টোয়েন্টিতে লেগস্পিনাররা যেভাবে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, সেটা রিশাদ বুঝিয়ে দিয়েছেন ঘরোয়া ক্রিকেটে এবং জাতীয় দলের হয়ে কিছু ম্যাচে। সঙ্গে ব্যাট হাতে নিচের দিকে ঝড় তুলতে পারেন। হোবার্ট হারিকেন্সের মতো ব্যালান্সড স্কোয়াডে তার এই অলরাউন্ড দক্ষতা হতে পারে বড় সম্পদ।
বিগ ব্যাশে হোবার্টের ম্যাচ সূচি
তারিখ বিপক্ষ
১৬ ডিসেম্বর সিডনি থান্ডার
১৮ ডিসেম্বর মেলবোর্ন স্টারস
২১ ডিসেম্বর মেলবোর্ন রেনেগেডস
২৬ ডিসেম্বর পার্থ স্কচার্স
২৯ ডিসেম্বর মেলবোর্ন রেনেগেডস
১ জানুয়ারি পার্থ স্কচার্স
৩ জানুয়ারি সিডনি থান্ডার
৯ জানুয়ারি অ্যাডিলেড স্টাইকার্স
১১ জানুয়ারি সিডনি সিক্সার্স
১৪ জানুয়ারি ব্রিসবেন হিট
Discussion about this post