শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হারের পর যেন সব আলোচনার কেন্দ্রে বাংলাদেশের ব্যাটিং ধস। প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যাটিং ধসের চিত্র যেমন ছিল চোখ কপালে তোলা, তেমনি ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও পেসার তাসকিন আহমেদের কণ্ঠেও ছিল হতাশা, আত্মসমালোচনা এবং প্রতিশ্রুতি-ঘুরে দাঁড়ানোর।
মিরাজ বললেন, ধস শুরু শান্তর রানআউট থেকে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘তামিম-শান্ত ভালো খেলছিল। শান্তর রানআউটে ভুলটা হয়েছে। মিডল অর্ডার ঠিকমতো কাজ করেনি। লাগাতার উইকেট পড়াটাই ছিল সমস্যা। আমাদের তখন জুটি দরকার ছিল। সুযোগ থাকলেও সেগুলো কাজে লাগাতে পারিনি।’
প্রথম ১৬ ওভারে যেখানে স্কোর ছিল ১০০/১, সেখান থেকে মাত্র ৫ রানে পড়ে যায় ৭ উইকেট-এমন পতন বাংলাদেশ দলের ইতিহাসেই বিরল। সেই রেকর্ডই এবার তারা লিখে দিয়েছে নিজেদের নামে। তাসকিন বলছিলেন, ‘কফি হাতে ফিরতেই দেখি ৫ উইকেট পড়ে গেছে!’
নিজের দুর্দান্ত বোলিং (১০ ওভারে ৪ উইকেট) সত্ত্বেও ম্যাচ হারায় তাসকিন হতাশ। সংবাদ সম্মেলনে তাঁর গলা কাঁপছিল, মুখে ছিল দুঃখ আর অনুশোচনা, ‘সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি। সমর্থকদের তাই সরি বলছি। এমন ফলাফলের পর হোটেলে কেউই স্বস্তিতে ঘুমাতে পারবে না।’ তিনি বলেন, ‘আমরা যখন বোলিং করেছি, শেষটা দারুণ করেছি। কিন্তু আমরা যেভাবে শুরু করেছিলাম, ভেবেছিলাম ৫-৭ ওভার আগেই জিতে যাব। দুর্ভাগ্যজনকভাবে ঐ ধসটা আমাদের বড় ভুগিয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক।’
তাসকিন হাল ছাড়ছেন না। আরও যোগ করেন, ‘আপনারা জানেন, আমরা কেমন দল। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, আমরা এতটা বাজে দল না। আমাদের সবারই সামর্থ্য আছে। আমরা স্বপ্ন দেখি, পরের ম্যাচে ভালো কিছু উপহার দেব।’
Discussion about this post