বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে সুখবর। আয়োজনকে সফল করতে প্রস্তুতি শুরু করে দিলেন বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম। গণমাধ্যমের সামনে আজ জানালেন, ‘আমরা সেপ্টেম্বরের মধ্যেই নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোকে চূড়ান্ত করে ফেলতে চাই। প্রস্তুতি সেভাবেই নিচ্ছি।’
এবারের বিপিএলে থাকছে নতুন চমক। একাধিক ফ্র্যাঞ্চাইজি যোগ হচ্ছে এবারের আসরে। আগ্রহীদের তালিকা ইতোমধ্যেই বিসিবির টেবিলে। শুরু হয়েছে যাচাই-বাছাই। পাঁচ বছরের চুক্তির প্রস্তাব থাকছে নতুন মালিকদের সামনে—স্বপ্নবোনা ফ্র্যাঞ্চাইজি গড়ার সুযোগ একেবারে দীর্ঘমেয়াদি।
কেবল ফ্র্যাঞ্চাইজিই নয়, এবার পুরো বিপিএলের ব্যবস্থাপনাই তুলে দেওয়া হবে একটি পেশাদার স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির হাতে। বিসিবির পরিকল্পনা, আগস্টের মধ্যেই এই প্রতিষ্ঠান চূড়ান্ত করে ফেলবে তারা। এর ভিত্তিতেই এগোবে সব কার্যক্রম। এ প্রসঙ্গে মাহবুব আনাম বলেন, ‘আমরা আগস্টে প্রক্রিয়া শুরু করবো এবং সেপ্টেম্বরের মধ্যেই নতুন ফ্র্যাঞ্চাইজি নিযুক্ত করতে চাই। সময়সীমা ঠিক রেখে কাজ করছি। ড্রাফট অক্টোবরের আগে হবে না। আগে আমাদের ম্যানেজমেন্ট কোম্পানি ঠিক করতে হবে। আগস্টের মধ্যে সেটা হলে সেপ্টেম্বরেই দল চূড়ান্ত করে ফেলব।’
নতুন মালিক, নতুন ব্যবস্থাপনা-তবে খেলোয়াড়রা? সেই গল্পের নাম ‘ড্রাফট’। বিসিবি জানাচ্ছে, অক্টোবরেই হবে প্লেয়ার্স ড্রাফট। কারণ, ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করতে হবে আগে। আর তার আগেই কোম্পানি নিয়োগ। সব ঠিকঠাক থাকলে শুরুর আগেই জমে উঠবে মৌসুম-পূর্ব উত্তেজনা।
আরও একটা বড় প্রশ্ন-বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি কি দেখা যাবে এবার? মাহবুব আনাম জানালেন, দরজা খোলা থাকছে তাদের জন্যও, ‘আগেও কিছু বিদেশি আগ্রহ দেখিয়েছিল, এবারও যদি উপযুক্ত প্রার্থী আসে, আমরা বিবেচনা করব।’
Discussion about this post