কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্যে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। উইকেট ব্যাটিংবান্ধব হলেও স্পিনারদের জন্য কিছু সহায়তা থাকবে বলে ধারণা।
তবে এই ম্যাচের সবচেয়ে বড় বার্তা ক্রিকেটীয় ভাগ্যের নয়, বরং সময়ের প্রবাহে গড়ে ওঠা এক রূপান্তরের। প্রথমবারের মতো বাংলাদেশ একাদশে নেই পাঁচ সিনিয়র—সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ ও মাশরাফি। দীর্ঘ দুই দশকের পর এমন পরিবর্তিত চেহারায় খেলছে বাংলাদেশ।
এই রূপান্তরের দিনে জায়গা করে নিয়েছেন দুই নতুন মুখ-অভিষেক হয়েছে পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামের। পারভেজ একমাত্র সেঞ্চুরি ও একটি ফিফটির পাশাপাশি টি–টোয়েন্টিতে ১৪০ স্ট্রাইকরেটে করেছেন ২০০ রান। বাঁহাতি স্পিনার তানভীর ৬ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট, ইকোনমি ৮।
সবশেষ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি বাছাইপর্বে ব্যর্থতা, আর দ্বিপাক্ষিক সিরিজে হার—সব মিলিয়ে বাংলাদেশ এখন আইসিসি র্যাঙ্কিংয়ের দশম স্থানে। ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে থাকতে হবে সেরা আটে। সেই লক্ষ্য নিয়েই তরুণদের নিয়ে মাঠে নেমেছে মেহেদী হাসান মিরাজের নতুন বাংলাদেশ।
বাংলাদেশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা:
নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, ইশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো।
Discussion about this post