আজ কলম্বোয় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচ ঘিরে রয়েছে ইতিহাস গড়ার সম্ভাবনা এবং ব্যক্তিগত অর্জনের হাতছানি।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হচ্ছে এই সিরিজ দিয়ে। দীর্ঘদিন দলের অবিচ্ছেদ্য অংশ থাকা ‘পঞ্চপাণ্ডব’-মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল-এই সিরিজে কেউই নেই। এটাই প্রথমবার, বাংলাদেশ দল তাদের ছাড়া পূর্ণাঙ্গ কোনো ওয়ানডে সিরিজ খেলছে।
এই ম্যাচের মাধ্যমে নিয়মিত অধিনায়ক হিসেবে নিজের প্রথম ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তরুণ নেতৃত্বে কেমন করে দল, সেদিকেও থাকবে নজর।
অতীতে কখনোই শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তবে বর্তমান স্কোয়াড, প্রতিপক্ষের অবস্থা ও কন্ডিশনের বাস্তবতা মিলিয়ে এবার সেই স্বপ্ন পূরণের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।
শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা আজকের ম্যাচে যদি মাত্র এক উইকেট নিতে পারেন, তাহলে ওয়ানডে ক্রিকেটে তার উইকেট সংখ্যা শতকে পৌঁছে যাবে।
বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় ওয়ানডেতে এখন পর্যন্ত করেছেন ৯৮৪ রান। আজকের ম্যাচে মাত্র ১৬ রান করতে পারলেই তিনিও নাম লেখাবেন বাংলাদেশের ১০০০ রান ক্লাবের ২৫তম সদস্য হিসেবে।
এই সিরিজে মুস্তাফিজুর রহমানের সামনে আছে বড় মাইলফলক। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি এখন পর্যন্ত নিয়েছেন ২৩টি উইকেট। আর ৪ উইকেট পেলেই তিনি ছাড়িয়ে যাবেন মাশরাফি (২৬) এবং হবেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি।
Discussion about this post