বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-এই দ্বৈরথটা এখন আর কেবল ব্যাট-বলের খেলা নয়, আবেগ আর মর্যাদার লড়াই। টেস্ট সিরিজে হারের পর এবার ওয়ানডে মঞ্চে বদলার সুযোগ টাইগারদের সামনে। আর শ্রীলঙ্কা? তারা নিজেদের মাঠে আরেকটি পরাজয়ের শঙ্কায় ভুগছে-বিশেষত এক নামের কারণে: মুস্তাফিজুর রহমান।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগেই শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা যা বলেছেন, তা এই লড়াইয়ের গুরুত্বই তুলে ধরে, ‘বাংলাদেশ খুব কঠিন প্রতিপক্ষ। তারা ভালো ক্রিকেট খেলছে। ঘরের মাঠে তারা আমাদের হারিয়েছে। এবার তাই হোম সিরিজে অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য।”
মুস্তাফিজুর রহমানের বিপক্ষে শ্রীলঙ্কার রেকর্ড দেখলে যে কোনো দলের কপাল কুঁচকে যাবে। আসালাঙ্কা বলেন, ‘মুস্তাফিজকে নিয়ে আমাদের স্পষ্ট প্ল্যান আছে। সে অতীতে নিজেকে প্রমাণ করেছে। আমরা জানি, সে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।’
বাংলাদেশ দলে এই সিরিজে নেই মুশফিক-মাহমুদউল্লাহরা, ফিরেছেন মুস্তাফিজ-তাসকিন। এমন এক দলে নেতৃত্ব দেবেন মিরাজ, যার জন্য এটা এক নতুন দায়িত্বের পরীক্ষা।
সিরিজের প্রথম ম্যাচ বুধবার শুরু বাংলাদেশ সময় বিকাল ৩টা থেকে।
Discussion about this post