বাংলাদেশ ক্রিকেটে বড় এক মোড়। কলম্বো টেস্ট শেষে আচমকাই টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। দলের অধিনায়কত্ব নিয়ে গুঞ্জন চলছিল কিছুদিন ধরেই, তবে হঠাৎ এমন ঘোষণায় বিস্মিত পুরো ক্রিকেটপাড়া। বিস্মিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। অন্যদিকে কলম্বো থেকেই প্রতিক্রিয়া দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
রংপুরে টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে শান্তর সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারেন বিসিবি সভাপতি বুলবুল। এ বিষয়ে কিছুই জানতেন না বলে সাফ জানিয়ে দেন তিনি, ‘বোর্ড প্রেসিডেন্ট একজন পরিচালক মাত্র। এককভাবে কোনো সিদ্ধান্ত নেয়া হয় না, সব কিছু বোর্ডের সম্মিলিত নীতিগত সিদ্ধান্তের মধ্যেই পড়ে।’
বুলবুল আরও যোগ করেন, ‘বাংলাদেশ সেরা হতে পারে, হতে হবে-এই লক্ষ্যেই আমরা কাজ করছি। কেন আমরা এক নম্বর টেস্ট বা টি-টোয়েন্টি দল হতে পারব না? শুধু নেতৃত্ব নয়, সামগ্রিক কাঠামোতেও উন্নয়ন জরুরি।’
কলম্বোতে টেস্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শান্তর সিদ্ধান্ত সামনে আসে। সেখানে উপস্থিত বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ফাহিম জানালেন, শান্ত নিজেই অনেক আগে থেকেই ‘একাধিক অধিনায়ক’ ব্যবস্থার পক্ষে ছিলেন না।
ফাহিম বলেন, ‘শুধু টেস্টে ক্যাপ্টেন্সি করার আগ্রহ ওর কম ছিল। আমাদের কিছু কথা হয়েছিল, কিন্তু এখনই এমন সিদ্ধান্ত নেবে, সেটা আশাই করিনি।’
শান্তর এই সিদ্ধান্তে বিসিবি যেমন হতবাক, তেমনই দুঃখও প্রকাশ করলেন ফাহিম, ‘ও ভালো ক্যাপ্টেন্সি করেছে। কাছ থেকে দেখেছি। সে ভালো একজন নেতা। টেস্টে নেতৃত্ব চালিয়ে গেলে ভালো হতো। তবে আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই।’
Discussion about this post