আইসিসিকে নিজেদের নিয়ন্ত্রনে নেওয়ার পরিকল্পনা করেছিল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এনিয়ে ২১ পাতার গোপন খসড়া তৈরি করেছিল তারা। কিন্দু দুবাইয়ে সেই ইচ্ছেটা পুরন হল না তিন জমিদারের। আগামী ৮ ফেব্র“য়ারি সিঙ্গাপুরে ফের সভায় বসবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ওই সভাতেই চূড়ান্ত হবে সব কিছু।
এদিকে জানানো হয়েছে-আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো তাদের যোগ্যতা অনুযায়ীই সব ফরম্যাটে খেলবে। কারও অবনমন হবে না এবং কারও কোনো স্ট্যাটাস কেড়ে নেওয়াও হবে না। কাজেই বাংলাদেশ ও জিম্বাবুয়ের টেস্ট খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল তা আপাতত দুর হল।
বুধবার দুবাইয়ে আইসিসির ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলা সভায় এ নিয়ে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বাকবিতণ্ডার পর তা ভোটে না ওঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে আইসিসি বোর্ডের সর্বক্ষমতাসম্পন্ন প্রথম চেয়ারম্যান হিসেবে আগামী জুনে বসছেন নারায়ণস্বামী শ্রীনিবাসন। প্রথম দুই বছর বিগ থ্রির বাইরের কেউ চেয়ারম্যান হতে পারবেন না। তারপর অবশ্য বাকি সাত দেশ থেকে ঘুরিয়ে-ফিরিয়ে চেয়ারম্যান নির্বাচিত হবেন।
Discussion about this post