মঙ্গলবারের পর বুধবারই সেই একই দৃশ্য! মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে রান উৎসব করেছে শ্রীলঙ্কা।
৫ উইকেটে ৩৭৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। সেই চেনা ছন্দেই এগিয়ে গেছে সফরকারীরা। বাংলাদেশের বোলাররা শুধুই অসহায়ের মতো সারাদিন বোলিং করে গেছে। টেস্টের তৃতীয় দিন চা বিরতির পর ৬ উইকেট হারিয়ে ৭৩০ রান করে ১ম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। এটি বাংলাদেশের বিপক্ষে যে কোন দেশের এক ইনিংসে সবচেয়ে বড় সংগ্রহ।
ক্যারিয়ারের ৩৩তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহেলা জয়াবর্ধানে। ২০৩ রানে অপরাজিত ছিলেন তিনি। সঙ্গে কিথুরুয়ান ভিতানাগে অপরাজিত ছিলেন ১০৩ রানে। এর আগে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ৮৬ রান করে সোহাগ গাজীর বলে আউট হয়ে ফিরে গেছেন সাজঘরে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ তামিম ইকবালের (১১ রান) উইকেট হারিয়ে তুলেছে ৩৫ রান। এর আগে ১ম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে তুলেছিল ২৩২ রান। ‘মিরাকল’ কিছু না হলে এ অবস্থায় হারের পথেই বাংলাদেশ। কেননা, বাকী দুই দিনে ইনিংস হার এড়াতেও তাদের চাই ৪৬৩ রান। ৪৯৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে মুশফিকুর রহীমের দল।
বুধবার ব্যাট উইকেটের পুরো ফায়দা নিচ্ছেন লঙ্কান ব্যাটসম্যানরা। মাহেলা জয়াবর্ধনে তুলে নেন ক্যারিয়ারের
সপ্তম ডাবল সেঞ্চুরি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ১ম ইনিংসে ২৩২/১০ (মুশফিক ৬১, সাকিব ৫৫, সোহাগ ৪২; এরাঙ্গা ৪/৪৯, লাকমল ৩/৬৬) ও ২য় ইনিংসে ৩৫/১ (তামিম ১১, শামসুর ৯*, মার্শাল ১১*; হেরাথ ১/৮)
শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ৭৩০/৬ ডিক্লে. (করুনারত্নে ৫৩, সিলভা ১৩৯, সাঙ্গাকারা ৭৫, জয়াবর্ধনে ২০৩*, চান্দিমাল ৪০, লাকমল ০, ম্যাথিউস ৮৬, ভিতানাগে ১০৩*; সাকিব ৩/১৫৯, সোহাগ ২/১৩০, আল-আমিন ১/১১৮)
Discussion about this post