এইতো গত রোববার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। শ্বাসরুদ্ধকর এক ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নেয় তারা। এ জয়ে বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন মাঠে থেকে অবদান রাখলেও একাদশে জায়গা হয়নি সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ আসরের পর্দা নামলো লাহোর কালান্দার্সের শিরোপা জয়ের মাধ্যমে, আর সেই উদযাপনে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন দুই বাংলাদেশি-সাকিব আল হাসান ও রিশাদ হোসেন।
ফাইনালে একাদশে না থাকলেও, দলীয় সম্মানে পিছিয়ে ছিলেন না সাকিব। দলের মালিক সামিন রানা তাকে ডেকে নেন মঞ্চে এবং বলেন, ‘সাকিব ভাই, দয়া করে কিছু বলুন। আপনার কথা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’ সাকিব বলেন, ‘আমি দারুণভাবে উপভোগ করেছি। আগের শিরোপাগুলোতে ছিলাম না, কিন্তু এবার থাকতে পেরে খুব গর্বিত। ৬ মাস পর ক্রিকেটে ফিরে নিজেকে ফিরে পাওয়া গেছে।’
তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন এবারের আসরে ছিলেন যেন দলের ‘হিডেন হিরো’। মাত্র ৭ ম্যাচেই শিকার করেন ১৩ উইকেট। ফাইনালের চ্যালেঞ্জিং পিচেও শেষ দিকে নিয়ন্ত্রিত বোলিং করেন, যা নজর কাড়ে মালিকের। সামিন রানা বলেন, ‘রিশাদ, গুড জব! তুমি একজন প্রকৃত উইকেট শিকারি। এই ধরনের উইকেটে বল করেও যেভাবে উইকেট নিয়েছো, সেটা অসাধারণ।’
Discussion about this post