বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের বহুদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। বিপিএলের টিকিট বিক্রির আয় থেকে এবার অংশীদার হচ্ছে দলগুলো। তবে এই লভ্যাংশ পেতে হলে পূরণ করতে হবে বিসিবির নির্ধারিত শর্ত-খেলোয়াড়দের সকল বকেয়া পরিশোধ।
আজ সোমবার অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গভর্নিং কাউন্সিলের সভায় গৃহীত হয় এই যুগান্তকারী সিদ্ধান্ত। শুরুটা হচ্ছে বিপিএলের একাদশ আসর থেকেই।
লভ্যাংশের হিসাব, প্লে-অফে খেলা ৪টি দল ৫৫ লাখ টাকা করে। বাকি ৩টি দল ৪৫ লাখ টাকা করে পাবে। মোট বিতরণযোগ্য অর্থ ৩ কোটি ৫৫ লাখ টাকা।
বিসিবি জানিয়েছে, প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ঈদুল আজহার আগে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের প্রমাণ দিতে হবে। খেলোয়াড়দের প্রাপ্য অর্থ অনাদায়ে তাদের লভ্যাংশ কমিয়ে দেওয়া হবে কিংবা বাতিলও করা হতে পারে।
বিশ্বের জনপ্রিয় লিগগুলো যেমন আইপিএল, পিএসএলে দলগুলো আয় ভাগাভাগি করে নেয় নিয়মিত। সেই ধারায় এবার বাংলাদেশও পা রাখল।
Discussion about this post