সময়ের হিসাবে ৯ বছর ২ মাস, আর ম্যাচের হিসাবে ১২৪টি। এই দীর্ঘ সময় বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে একটি সেঞ্চুরির জন্য অপেক্ষায় ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৪ বলে ঝড়ো ১০০ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন ২২ বছর বয়সী এই ব্যাটার।
এর আগে বাংলাদেশের হয়ে একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরিটি করেছিলেন তামিম ইকবাল। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ৬০ বলে ১০৩ রানের ইনিংসে প্রথম শতরানের দেখা পায় বাংলাদেশ। এরপর দীর্ঘ প্রায় এক দশক ধরে সেই সেঞ্চুরির পাশে আর কোনো নাম যোগ হয়নি-যতক্ষণ না পারভেজ ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন।
শনিবার রাতে ম্যাচ শেষে পারভেজ বলেন, ছোটবেলা থেকেই তিনি তামিম ইকবালকে অনুসরণ করতেন। সেঞ্চুরি করে প্রিয় নায়কের পাশে নাম লেখাতে পেরে ভীষণ তৃপ্ত তিনি, ‘ছোট থেকে তামিম ভাইয়ের খেলা দেখতাম, উনাকে অনুসরণ করতাম। আলহামদুলিল্লাহ, এখন উনার পরে আমার নাম এসেছে-ভালো লাগছে।’
তামিমকে ছাড়িয়েও গেছেন কিছু পরিসংখ্যানে। যেখানে তামিমের সেঞ্চুরিতে ছিল ৫টি ছক্কা, সেখানে পারভেজ মেরেছেন ৯টি ছক্কা—যা বাংলাদেশের টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ। তামিম শতরান করেছিলেন ৬০ বলে, আর পারভেজ তা করেছেন মাত্র ৫৩ বলে।
পারভেজের ইনিংসটি শুধু রানের জন্য নয়, ম্যাচের পরিস্থিতি বিবেচনায়ও ছিল প্রশংসনীয়। এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও তিনি ধরে রেখেছিলেন নিজের ব্যাটিং ছন্দ ও মনোযোগ। ৫৮ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয়ের সঙ্গে, কিন্তু অন্য ব্যাটাররা ২০ রানের গণ্ডি পার করতে পারেননি। শেষ পর্যন্ত উনিশতম ওভারের শেষ বলে সেঞ্চুরি পূর্ণ করে পরের বলেই আউট হয়ে ফেরেন পারভেজ।
তিনি বলেন, ‘উইকেট যখন পড়ছিল, চেষ্টা করছিলাম নিজের ইন্টেন্ট পরিবর্তন না করতে। অপেক্ষা করছিলাম আমার শক্তির জায়গায় বল আসার জন্য। জানতাম, বড় খেলতে হবে। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত পেরেছি।’
এই সেঞ্চুরির পেছনে ঘরোয়া ক্রিকেটের ঝলকও গুরুত্বপূর্ণ। ২০২০ সালে বঙ্গবন্ধু কাপে ৪২ বলে সেঞ্চুরি করে স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির মালিক হন তিনি। গত মাসে ঢাকা প্রিমিয়ার লিগে ১৫ বলে ফিফটি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের দ্রুততম অর্ধশতকের মালিকও হন তিনি।
এই ইনিংসের ওপর ভর করেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় পায় বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার।
Discussion about this post