ছয় মাসেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। আজ শনিবার পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন তিনি। রোববারই মাঠে নামার সম্ভাবনা লাহোর কালান্দার্সের জার্সিতে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল)লিগ পর্বের শেষ ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হবে লাহোর। সেই ম্যাচে একাদশে থাকতে পারেন সাকিব। গুরুত্বপূর্ণ এই ম্যাচেই প্লে-অফে যাওয়ার ভাগ্য নির্ধারণ হবে কালান্দার্সের।
সাকিবকে দলে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের বদলি হিসেবে, যিনি চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন। প্রায় ছয় মাসের বিরতি কাটিয়ে সাকিবের এ ফেরাটা তাই শুধুই একজন বদলি খেলোয়াড়ের আগমন নয়-এটি তার মাঠে প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ মঞ্চ। সাকিবের সঙ্গে একই ফ্লাইটে পাকিস্তানে পৌঁছেছেন ডেভিড ওয়ার্নার, কুশাল পেরেরা ও ভানুকা রাজাপাকশে। লাহোর কালান্দার্স সামাজিক মাধ্যমে তাদের আগমন নিশ্চিত করে জানায়, ‘বিদেশি কালান্দার্সরা এসেছেন, তারা আলো ছড়াতে প্রস্তুত।’
শেষবার সাকিব খেলেছিলেন গত বছরের ৩০ নভেম্বর, আবুধাবি টি-টেন লিগে। এরপর থেকে জাতীয় দল বা লিগ-কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটেই ছিলেন না তিনি। পিএসএলের এই ম্যাচই হতে যাচ্ছে তার প্রত্যাবর্তনের মঞ্চ।
Discussion about this post