বাংলাদেশ ক্রিকেটের জন্য আবারও এক গর্বের মুহূর্ত। এ বছরের এপ্রিল মাসের আইসিসির সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে এই সম্মান অর্জন করেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
এটি মিরাজের ক্যারিয়ারের প্রথম আইসিসি মাসসেরা পুরস্কার। এর আগে বাংলাদেশের পক্ষে কেবল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম এই পুরস্কার পেয়েছিলেন। নারী ক্রিকেটারদের মধ্যে জিতেছেন নাহিদা আক্তার। প্রায় দুই বছর পর আবারও বাংলাদেশের কোনো ক্রিকেটারের হাতে উঠল আইসিসির মাসসেরা ট্রফি।
মিরাজ আইসিসির ঘোষণার প্রতিক্রিয়ায় বলেন, ‘এই পুরস্কার পাওয়া আমার জন্য বিশাল সম্মান। আইসিসির মতো বিশ্বসংস্থার কাছ থেকে স্বীকৃতি পাওয়া সবসময়ই বড় অনুপ্রেরণা। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়ার সময় যেমন অনুপ্রাণিত হয়েছিলাম, এখনো তেমনই অনুভব করছি। আমরা খেলি দেশের জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এমন স্বীকৃতি আমাদের আরও ভালো করার প্রেরণা দেয়। এই পুরস্কার শুধু আমার একার না, দলের সবার।’
এপ্রিল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে ব্যাট ও বল হাতে অসাধারণ ছিলেন মিরাজ। তিনি করেন ১১৬ রান এবং শিকার করেন ১৫ উইকেট মাত্র ১১.৮৬ গড়ে। সিলেট টেস্টে নেন দুটি পাঁচ উইকেট (৫/৫২ ও ৫/৫০), যদিও বাংলাদেশ সেই ম্যাচে হেরে যায়। তবে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ফেরেন আরও দুর্দান্তভাবে। প্রথম ইনিংসে করেন ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস, এরপর বল হাতে নেন ৫/৩২। বাংলাদেশ জয় পায় ইনিংস ও ১০৬ রানে।
এই পারফরম্যান্সই মিরাজকে পেছনে ফেলতে সাহায্য করে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্সকে। আইসিসির নিরপেক্ষ বিশেষজ্ঞ প্যানেল এবং বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের ভোটে নির্ধারিত হয় মাসসেরা এই পুরস্কার।
Discussion about this post