পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা কাটিয়ে উঠতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে নতুন সূচি পাঠিয়েছে। যদিও বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে সফর চূড়ান্ত করেনি, তবে নতুন সূচি পাঠিয়ে সিরিজ আয়োজনের প্রস্তুতির বড় ধাপ সম্পন্ন করলো পিসিবি।
নতুন সূচি অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ মে থেকে। বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ২৯ মে, ১ জুন, ৩ জুন এবং ৫ জুন।
ভেন্যুর ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্ব পরিকল্পনার মতোই, সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদে এবং শেষ দুটি ম্যাচ হবে লাহোরে।
এর আগে, এই সিরিজটি ২৫ মে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর পুনরায় শুরুর ঘোষণার ফলে সিরিজ ঘিরে দেখা দেয় অনিশ্চয়তা।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক্স (পূর্বের টুইটার) এ দেওয়া বার্তায় জানান, ১৭ মে থেকে আবার মাঠে গড়াচ্ছে পিএসএলের বাকি ম্যাচগুলো, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। পিএসএলের সময়সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি পেছাতে বাধ্য হয় পিসিবি।
Discussion about this post