বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এখন পর্যন্ত মাত্র ৮ ইনিংসে ব্যাট করেছেন নুরুল হাসান সোহান, করেছেন ১৬৫ রান, গড় ৮২.৫০। যদিও ম্যাচ সংখ্যা কম, তবু পরিসংখ্যানটির ওজন হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এত চমকপ্রদ রেকর্ড থাকা সত্ত্বেও সোহান জাতীয় ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন হাতে গোনা কয়েকবারই।
তবে সময় বদলেছে। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের পর মিডল অর্ডারে তৈরি হয়েছে শূন্যতা, আর সেটিই হতে পারে সোহানের ‘কমব্যাক উইন্ডো’। ঠিক এই সময়েই নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ‘এ’ দলের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছেন তিনি।
প্রথম ম্যাচে ২৬ বলে ২০ রানের হার না মানা ইনিংসের পর দ্বিতীয় ওয়ানডেতে ১০১ বলে ১১২ রানের এক অসাধারণ সেঞ্চুরি। ইনিংসটিকে শুধু বড় রান নয়—একটি বার্তা হিসেবে দেখছেন অনেকে। বার্তাটি জাতীয় দলের নির্বাচকদের উদ্দেশ্যে, ‘আমি প্রস্তুত।’
ম্যাচ শেষে নিজের আবেগ গোপন রাখেননি সোহান। বলেছেন, ‘(সুযোগ না পেলে) অবশ্যই কিছুটা কষ্ট তো থাকেই। ওয়ানডে আমাদের জন্য বড় একটা ফরম্যাট, আমি অনেক পছন্দ করি। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারলে সবসময় ভালো লাগবে। এটা প্রসেসের ব্যাপার। সবসময় যা চাই তা হয় না। তবে সুযোগ এলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
বাংলাদেশ ‘এ’ দল ইতোমধ্যে কিউই ‘এ’ দলের বিপক্ষে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। শেষ ম্যাচটি নিয়মরক্ষার হলেও, সোহান নিশ্চিত করতে চাইবেন নিজের ফর্ম ধরে রাখাটা। কারণ এই সিরিজটাই হতে পারে জাতীয় দলে ফেরার সিঁড়ি।
Discussion about this post