নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের পর থেকে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিয়মিত হালনাগাদ করে চলেছে র্যাঙ্কিং। নতুন তালিকায় দেখা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকলেও অবস্থান বদলেছে বাংলাদেশের একাধিক নারী ক্রিকেটারের।
ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দুই ধাপ পিছিয়ে এখন আছেন ২১তম স্থানে। তার রেটিং পয়েন্ট ৫৬৪। ঠিক তার পরেই রয়েছেন আরেক অভিজ্ঞ ব্যাটার শারমিন আক্তার সুপ্তা, যিনি এক ধাপ পিছিয়ে ২২তম স্থানে নেমে গেছেন (৫৫৫ পয়েন্ট)। তবে বোলারদের তালিকায় সামান্য অগ্রগতি আছে। রাবেয়া খান এক ধাপ এগিয়ে এখন আছেন ২১ নম্বরে, আর বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ধরে রেখেছেন নিজের আগের অবস্থান-দশম স্থানে (৬১৮ পয়েন্ট)।
বিশ্ব ক্রিকেটের র্যাঙ্কিং তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট (৭৭৩)। ইংল্যান্ডের নাটালি সাইভার ব্রান্ট এক ধাপ এগিয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে (৭২৫), ফলে ভারতের স্মৃতি মান্ধানা নেমে গেছেন তিনে (৭১৭)। শীর্ষ দশে অস্ট্রেলিয়ার চারজন খেলোয়াড় রয়েছেন, যাঁদের মধ্যে বেথ মুনি ও অ্যাশলে গার্ডনার দুই ধাপ করে উন্নতি করেছেন।
বোলারদের তালিকায় প্রথম ১৩ অবস্থানে কোনো পরিবর্তন না থাকলেও গুরুত্বপূর্ণ বিষয় হলো, শ্রীলঙ্কান নারী ক্রিকেটারদের দারুণ অগ্রগতি। হারশিত সামারাবিক্রমা ৯ ধাপ এগিয়ে এখন আছেন ১৮ নম্বরে (৫৮৩ পয়েন্ট), আর নিলাক্ষী সিলভা এক লাফে ১৮ ধাপ উঠে চলে এসেছেন ২৫ নম্বরে। এই উন্নতির পেছনে বড় অবদান সাম্প্রতিক ত্রিদেশীয় সিরিজ, যেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা তাদের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় ও পঞ্চম সর্বোচ্চ রান তাড়া করে জয় পেয়েছে। এই ম্যাচগুলোতেই দারুণ পারফর্ম করেছেন সামারাবিক্রমা ও নিলাক্ষী।
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। ২৬৬ ও ২৪১ রান করে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন যথাক্রমে জ্যোতি ও সুপ্তা। বোলিংয়ে রাবেয়া ও নাহিদা নেন সমান ৬টি করে উইকেট, যথাক্রমে ৩.৭২ ও ৪.২৩ ইকোনমি রেটে। বাংলাদেশ ও পাকিস্তান এই বাছাইপর্ব থেকে নিশ্চিত করেছে মূল পর্বের টিকিট।
Discussion about this post