সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে যেন ছোট করে এক আন্তর্জাতিক ম্যাচই হয়ে যাচ্ছে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে নেমে জাতীয় দলের বোলাররা প্রমাণ করে দিলেন, অভিজ্ঞতার কাছে বয়স হার মানে বারবার। তরুণ নিউজিল্যান্ড ‘এ’ দলকে সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে দিলেন শরিফুল, খালেদ, তানভির ও এবাদতের মতো পরিণত বোলাররা।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ছন্নছাড়া হয়ে পড়ে কিউই ব্যাটাররা। মাত্র ২১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। একে একে পতন হয় ব্যাটিং লাইনআপের।
তবে কিউইদের হয়ে লড়াই চালিয়ে যান একজনই-ডিন ফক্সক্রফট। শেষ উইকেটে লিস্টারকে সঙ্গে নিয়ে ৬২ রানের জুটি গড়েন তিনি। শেষ পর্যন্ত তার ৭২ রানের ইনিংসেই ভর করে ১৪৭ পর্যন্ত যেতে পারে দলটি। এই ইনিংস না হলে ১০০ রান ছোঁয়ার আগেই ইনিংস গুটিয়ে যেত।
বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তানভির ইসলাম ও খালেদ আহমেদ, দুজনেই শিকার করেন ৩টি করে উইকেট। শরিফুল ও এবাদতের ঝুলিতে যায় ২টি করে শিকার।
Discussion about this post