সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল-লিটন কুমার দাসই হচ্ছেন জাতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক। নাজমুল হোসেন শান্তর জায়গায় তিনিই নেতৃত্বে আসছেন। আজ রোববার বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন এই ঘোষণা দেন।
লিটনের নেতৃত্ব স্থায়ীভাবে নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তাকে ঘিরেই গড়ে উঠবে ভবিষ্যতের পরিকল্পনা। চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দুটি আলাদা সিরিজ দিয়েই শুরু হচ্ছে লিটনের অধিনায়কত্ব অধ্যায়।
অন্যদিকে এই দুটি সিরিজের জন্য সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে স্পিনার শেখ মেহেদী হাসানকে। যদিও এটি আপাতত সাময়িক ভিত্তিতে। বিসিবি জানিয়েছে, লিটনের নেতৃত্ব দীর্ঘমেয়াদি হলেও মেহেদীর সহ-অধিনায়কত্ব কেবল এই সিরিজগুলো পর্যন্ত সীমিত।
বিসিবির ঘোষিত স্কোয়াডে অভিজ্ঞদের পাশাপাশি জায়গা পেয়েছেন বেশ কিছু তরুণ মুখ। ব্যাটিংয়ে রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী ও শান্ত। বোলিং ইউনিটে রয়েছেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
Discussion about this post