বাংলাদেশ ক্রিকেটে একই দিনে জমল এক আনন্দের উৎসব। একদিকে চট্টগ্রামে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে জাতীয় দল, অন্যদিকে আজ কলম্বোতে বৃষ্টিকে পাশে রেখে দুর্দান্ত জয় তুলে নিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। নাজমুল হোসেন শান্ত ও আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে টাইগাররা যেন জানিয়ে দিল-সব স্তরেই তারা ফিরেছে ছন্দে।
সিলেটে বাজেভাবে হারের পর চট্টগ্রামে যেন ভিন্ন চেহারায় হাজির হয় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে প্রতিপক্ষ জিম্বাবুয়েকে হারিয়েছে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে। সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজের শতকের ওপর ভর করে ৪৪৪ রানের বিশাল স্কোর গড়ে স্বাগতিকরা। জিম্বাবুয়ের প্রথম ইনিংস থামে ২২৭ রানে, আর দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে যায় মাত্র ১১১ রানে।
এই ম্যাচের নায়ক নিঃসন্দেহে মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে ১০৪ রানের দুর্দান্ত ইনিংসের পর বল হাতে তুলে নেন ৫ উইকেট। সমানভাবে কার্যকর ছিলেন তাইজুল ইসলামও, যিনি নেন দুই ইনিংসে মিলিয়ে ৮ উইকেট। ফলে হারের পর সিরিজে সমতা ফিরিয়ে আত্মবিশ্বাস নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা।
একই দিন শ্রীলঙ্কায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও তুলে নেয় গর্বের জয়। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ কমে আসে ২৮ ওভারে। টস জিতে আগে ব্যাট করে ২ উইকেটে ১৪৪ রান তোলে বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম তামিম অপরাজিত থাকেন ৬৭ রানে। জাওয়াদ আবরার যোগ করেন ঝলমলে ৩৮ রান।
লঙ্কান যুবাদের ব্যাটিংয়ে নেমে দেখা যায় চরম ব্যর্থতা। দলীয় ৫১ রানেই পড়ে যায় ৫ উইকেট। শেষ পর্যন্ত ২২ ওভারে ১২০/৭ থাকতেই ফের বৃষ্টি হানা দেয়। ডি/এল পদ্ধতিতে বাংলাদেশ জয় পায় ৩৯ রানে। এই জয়ে ৬ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইয়াং টাইগাররা।
Discussion about this post