১৭ বছরের দীর্ঘ নীরবতা ভেঙে আবারও ক্রিকেট ফিরছে পাকিস্তানের ঐতিহাসিক ফয়সালাবাদে। আর সেই প্রত্যাবর্তনের অংশ হিসেবেই বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০০৮ সালের ১১ এপ্রিল ফয়সালাবাদে শেষ আন্তর্জাতিক ম্যাচটি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তানের মধ্যেই। এরপর থেকে নিরাপত্তাজনিত কারণে এই মাঠে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। সেই নিষ্ক্রিয়তার অবসান ঘটছে এবার বাংলাদেশের মাটিতে পা রাখার মধ্য দিয়ে।
পিসিবি ঘোষিত সূচি অনুযায়ী, ২৫ ও ২৭ মে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম দুই টি-টোয়েন্টি। এরপর সিরিজের বাকি তিনটি ম্যাচ গাদ্দাফি স্টেডিয়ামে, লাহোরে-৩০ মে, ১ জুন ও ৩ জুন।
সিরিজটি মূলত হতে যাচ্ছিল তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি নিয়ে। কিন্তু ২০২৫ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপ ও ২০২6 সালের বিশ্বকাপ সামনে রেখে দুই বোর্ডই সিদ্ধান্ত নেয় সিরিজটি পুরোপুরি সংক্ষিপ্ত ফরম্যাটে করার। ফলে ওয়ানডে বাদ দিয়ে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের দিকেই যায় তারা।
ইতিমধ্যে ইকবাল স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর লক্ষ্যে।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
২৫ মে প্রথম টি-টোয়েন্টি ফয়সালাবাদ
২৭ মে দ্বিতীয় টি-টোয়েন্টি ফয়সালাবাদ
৩০ মে তৃতীয় টি-টোয়েন্টি লাহোর
১ জুন চতুর্থ টি-টোয়েন্টি লাহোর
৩ জুন পঞ্চম টি-টোয়েন্টি লাহোর
Discussion about this post