দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট দলে ফিরেছেন এনামুল হক বিজয়। তার এই প্রত্যাবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স। তবে নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলছেন, শুধু রান নয়, বিজয়ের টেম্পারামেন্ট ও ধারাবাহিকতাই মূলত তাকে ফেরাল সাদা পোশাকে।
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে ৮৭৪ রান করেছেন বিজয়, গড় ৭৯.৪৫। চারটি শতক, চারটি অর্ধশতক-সংখ্যাগুলোর পেছনে লুকিয়ে আছে একজন পরিণত ব্যাটারের ছাপ। এই পারফরম্যান্সকে অগ্রাহ্য করা সম্ভব ছিল না বলেই মন্তব্য করেছেন প্রধান নির্বাচক।
গাজী আশরাফ বলেন, ‘আমার মনে হয় ওপেনারদের যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। যারা ওপেনিংয়ে ছিল, তাদের আউটের ধরন দেখলেই বোঝা যাবে। বিজয় অবশ্যই দারুণ ফর্মে আছে। তাকে নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। একটু দেরিতে হলেও সে তার সুযোগটা পেয়েছে।’
এদিকে চট্টগ্রামের স্পিন সহায়ক উইকেট বিবেচনায় স্কোয়াডে যুক্ত করা হয়েছে নতুন মুখ বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে। এই প্রসঙ্গে নির্বাচক বলেন, “চারজন স্পিনার হয়ে যাওয়ায় এখন আমাদের অপশন বেড়েছে। তবে একাদশ চূড়ান্ত করা হবে উইকেট দেখে। ফাইনাল সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।’
তানভীর সুযোগ পেলেও জায়গা হয়নি তরুণ স্পিনার হাসান মুরাদের। তবে নির্বাচক ইঙ্গিত দিয়েছেন, তাকে দেখা যাবে শিগগিরই নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আসন্ন সিরিজে।
সিরিজে ১-০ পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ এপ্রিল, চট্টগ্রামে। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয় ভিন্ন কোনো বিকল্প নেই টাইগারদের।
Discussion about this post