জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে সম্প্রচার স্বত্ব বিক্রিতে অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়। আগামী ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট, আর ২৮ এপ্রিল দ্বিতীয়টি বসবে চট্টগ্রামে। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বিটিভি।
বিসিবি গত ১৯ মার্চ এই সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ আহ্বান করেছিল। তবে ৭ এপ্রিল পর্যন্ত কোনো সম্প্রচার প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি। শেষমেশ সময় ও বিকল্পের অভাবে বিসিবি শরণাপন্ন হয় রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যমের।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, বিসিবির নির্ধারিত স্যাটেলাইট ফিড গ্রহণের মাধ্যমে প্রতিদিনের খেলা সরাসরি সম্প্রচার করবে তারা। সম্প্রচারের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা কেন্দ্রের নিয়ন্ত্রক প্রকৌশলী আরিফুল হাসান।
বাণিজ্যিক সম্ভাবনার ঘাটতির কারণে কোনো বেসরকারি চ্যানেল এ সিরিজ সম্প্রচারে আগ্রহ দেখায়নি। ফলে অনেক বছর পর আবারও ঘরের মাঠের আন্তর্জাতিক সিরিজ সম্প্রচারে ফিরছে বিটিভি। একসময় বাংলাদেশ দলের প্রতিটি হোম সিরিজের খেলা দেখা যেত বিটিভিতে। পরে স্যাটেলাইট চ্যানেলগুলোর আবির্ভাবে দৃশ্যপট বদলে যায়। টি স্পোর্টস, গাজী টিভি, মাছরাঙা, নাগরিক টিভি সম্প্রচারের দায়িত্ব নেয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৩ সালের অক্টোবরে হওয়া সিরিজের মধ্য দিয়ে বিসিবির সঙ্গে বেসরকারি সম্প্রচারক ‘মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়াম’-এর চুক্তি শেষ হয়ে যায়। এরপর থেকে নতুন পার্টনার খুঁজে পায়নি বিসিবি।
Discussion about this post