বাংলাদেশ জাতীয় দলের কোচ ফিল সিমন্স গতকাল বৃহস্পতিবার পূর্ণ করেছেন ৬২ বছর। তবে জন্মদিনে উপহারের প্যাকেট নয়, তিনি চাচ্ছেন মাঠের জয়। সাংবাদিকদের সামনে হাসতে হাসতে বললেন, ‘আমি এখন আর জন্মদিনের উপহার চাওয়ার পর্যায়ে নেই। তবে যদি খেলোয়াড়রা কিছু দিতেই চায়, তাহলে প্রথম টেস্টটা জিতলেই চলবে। আমার এটুকুতেই হবে।’
সিলেটে রোববার শুরু হচ্ছে বাংলাদেশ–জিম্বাবুয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। দীর্ঘ প্রস্তুতির পর এটিই হবে সিমন্সের অধীনে প্রথম টেস্ট সিরিজ। ঘরের মাঠ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে—সব মিলিয়ে বাংলাদেশই ফেভারিট। তবে জয়ের চেয়ে ‘ধাপে ধাপে এগোনোতেই’ বিশ্বাস রাখছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার।
সিমন্স বললেন, ‘আমি হোয়াইটওয়াশের কথা ভাবছি না। প্রথমেই সিলেট টেস্ট নিয়ে ভাবছি। এটি জিতলে তারপর চট্টগ্রাম নিয়ে চিন্তা করব। একেকটা দিন, একেকটা ধাপ-এভাবেই এগোতে চাই।’
সাম্প্রতিক সময়ে লম্বা কোনো টেস্ট সিরিজ খেলা হয়নি বাংলাদেশের। সর্বশেষ খেলা হয়েছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর সবাই ব্যস্ত ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে ১৪ এপ্রিল, আর সেখানেই মূলত প্রস্তুতি সম্পন্ন করেছেন সাকিব-লিটনরা।
তবে ক্যাম্পের ফলাফল নিয়ে সন্তুষ্ট কোচ সিমন্স, বললেন, ‘প্রস্তুতি দারুণ হয়েছে। সিলেটের ফ্যাসিলিটিজ অসাধারণ। হোটেলও কাছাকাছি। যা দরকার ছিল, সবই করতে পেরেছি।’
২০ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট, দ্বিতীয়টি হবে ২৮ এপ্রিল চট্টগ্রামে। তবে সিমন্স আপাতত তাকিয়ে আছেন কেবল রোববারের ম্যাচটির দিকেই।
Discussion about this post