বাংলাদেশি ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ বরাবরই সীমিত। এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তিন বাংলাদেশি ক্রিকেটার দল পেলেও তাদের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়, কারণ বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএল। এবারের আসরে বাংলাদেশের তিন ক্রিকেটার-নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন দল পেয়েছেন। তবে একই সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ থাকায় বিসিবি তাঁদের এনওসি দেবে কি না, সেটি এখনো স্পষ্ট নয়।
জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়মিত খেলা দরকার। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শেষে আজ মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই ধরনের টুর্নামেন্টে খেললে অভিজ্ঞতা বাড়বে। বাইরের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা, চাপ সামলানোর অভ্যাস তৈরি করা-সব মিলিয়ে এটা ক্রিকেটারদের উন্নতিতে সাহায্য করবে।’
তবে বিষয়টি বিসিবির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি, ‘এটা পুরোপুরি নির্ভর করবে বোর্ড, কোচ ও টিম ম্যানেজমেন্টের ওপর। তবে আমি মনে করি, আমাদের ক্রিকেটারদের এই ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়া উচিত।’
সম্প্রতি বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও ২২ বছর বয়সী পেসার নাহিদ রানা তাঁর গতির জন্য বিশ্ব ক্রিকেটের নজর কাড়ছেন। পিএসএলে তাঁকে দলে নেওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন এই তরুণ পেসারকে নিয়ে।
নাহিদের প্রশংসা করে শান্ত বলেন, ‘সে বাংলাদেশের জন্য বড় সম্পদ। বিশ্ব ক্রিকেটেও তাকে নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের টিম ম্যানেজমেন্ট তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভালোভাবে দেখছে, যাতে সে ফিটনেস ধরে রাখতে পারে।’
ঢাকা প্রিমিয়ার লিগের পাঁচ রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে শান্তর দল আবাহনী। তবে ব্যক্তিগতভাবে খুব একটা ভালো ফর্মে নেই তিনি। চার ইনিংসে করেছেন মাত্র ৭৮ রান, নেই কোনো ফিফটি। স্ট্রাইকরেটও বেশ কম-৫৩.৭৯। তবে এ নিয়ে চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক, ‘দল ভালো খেলছে, জয় পাচ্ছে-এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে খুব একটা ভাবছি না।’
বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এখনো পর্যন্ত কেউ এনওসির জন্য আবেদন করেননি।
Discussion about this post