বাংলাদেশ ক্রিকেটে এক যুগের সমাপ্তি ঘটল মাত্র এক সপ্তাহের ব্যবধানে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর অবসরের ঘোষণা দিলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। মাঠ থেকে বিদায় নেওয়ার পরিবর্তে দুজনই বেছে নিলেন সামাজিক যোগাযোগমাধ্যমকে। তামিম ইকবালের পথেই হাঁটলেন তারা। এরমধ্যে তামিম ও রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটকেই বলে দিলেন বিদায়!
তাদের এই হঠাৎ সিদ্ধান্ত নিয়ে সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে আলোচনা তুঙ্গে। সতীর্থ মেহেদী হাসান মিরাজও মুশফিক-মাহমুদউল্লাহর মাঠ থেকে বিদায় দেখতে চেয়েছিলেন।
আজ রোববার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিরাজ বলেন, ‘তারা খারাপ সময়ে আমাদের অনেক ম্যাচ জিতিয়েছেন। আমি নিজেও তাদের সঙ্গে খেলেছি। এমন ক্রিকেটারদের সবাই মিস করবে। লিজেন্ড ক্রিকেটাররা মাঠ থেকে বিদায় নিলে ভালো হতো।’
মুশফিক ও মাহমুদউল্লাহর বিদায়ের পর দল গঠনে নতুন পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন মিরাজ। তিনি বলেন, ‘আমরা যারা ৭-৮ বছর ধরে খেলছি, তাদের অভিজ্ঞতা এখন কাজে লাগাতে হবে। সিনিয়ররা যে ভিত্তি রেখে গেছেন, সেখান থেকে দলকে আরেক ধাপে নিয়ে যেতে হবে।’
বাংলাদেশ দল এখনো কোনো বড় আন্তর্জাতিক ট্রফি জিততে পারেনি। নতুনদের সঙ্গে অভিজ্ঞদের মিশেলে সেই স্বপ্ন পূরণ করতে চান মিরাজ, ‘তারা বাংলাদেশকে একটা জায়গায় এনে দিয়েছেন। আমাদের এখন লক্ষ্য থাকবে, যেন অন্তত একটি আন্তর্জাতিক ট্রফি জিততে পারি।’
এর আগে গত ৫ মার্চ ফেসবুকে পোস্ট দিয়ে ওয়ানডে থেকে অবসর নেন মুশফিক। এরপর বুধবার মাহমুদউল্লাহও একই পথ অনুসরণ করেন। জানুয়ারিতে ফেসবুকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবালও।
Discussion about this post