ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ শনিবার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৩ রানে আটকে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। পেসার শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে তারা। শরিফুল একাই শিকার করেছেন ৪ উইকেট।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে রূপগঞ্জ আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। শুরু থেকেই মোহামেডানকে চাপে রাখেন রূপগঞ্জের বোলাররা। আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা তামিম ইকবাল এদিন থামলেন ২৮ রানে। রনি তালুকদারও বড় ইনিংস খেলতে পারেননি, তিনি করেন ৩৬ রান।
মোহামেডানের ইনিংসে সবচেয়ে বড় অবদান রাখেন তাওহিদ হৃদয়। তিনি ৭৬ বলে ৬৬ রানের ইনিংস খেলেন। এছাড়া মাইদুল ইসলাম অঙ্কন ৪২ (৬৭) ও মেহেদী হাসান মিরাজ ২৫ রান করেন। তবে শেষ দিকে কেউই দ্রুত রান তুলতে পারেননি, মোহামেডান ২৫৩ রানের বেশি করতে পারেনি।
লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শরিফুল ইসলাম। ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। তরুণ পেসার তানজিম সাকিব নেন ২ উইকেট। এছাড়া শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার ও মোহাম্মদ রিজওয়ান একটি করে উইকেট নেন।
লিগে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩ জয় পেয়েছে পাঁচটি দল। তবে রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দুর্দান্ত ছন্দে আছে দলটি।
Discussion about this post