বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রূপ বদলাচ্ছে দ্রুত। একে একে বিদায় নিয়েছেন সিনিয়র ক্রিকেটাররা। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞদের অবসরের পর দলের দায়িত্ব এখন নতুন প্রজন্মের হাতে। তবে এই পরিবর্তন কি স্বাভাবিকভাবে নিতে পারবে তরুণরা? জাতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতা কি ইঙ্গিত দিচ্ছে বিপদের?
এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম আশাবাদী। শুক্রবার এক ইফতার মাহফিলে তিনি বলেছেন, ‘সময় এলে তো পুরোনোদের যেতেই হবে। কিন্তু গত কিছুদিন আমরা নতুন কিছু খেলোয়াড়কে দেখেছি, যারা যথেষ্ট যোগ্যতা রাখে জাতীয় দলে খেলার।’
দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহরা। তাদের দেখানো পথ ধরে নতুন প্রজন্ম এগিয়ে নিতে পারবে কি না, এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে।
সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও না জিতে বিদায় নেওয়া দলটির ব্যর্থতা নতুনদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে। তবে নাজমূল আবেদীন মনে করেন, নতুনদের যোগ্যতা রয়েছে এবং তাদের বিশ্বাস করতে হবে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে তারা কেমন করবে, এটা আগে থেকে বলা মুশকিল। তবে যতটুকু আমরা দেখছি, তাতে মনে হচ্ছে ওরা ভালো করতে পারবে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু নতুনদের মধ্যেও যথেষ্ট প্রতিভা আছে।’
নতুন খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার আগে তাদের আত্মবিশ্বাস বাড়ানোর দিকেও মনোযোগ দিতে হবে বলে মনে করেন ফাহিম, ‘আমরা যদি মনে করি তারা যোগ্য নয়, তাহলে তারা আত্মবিশ্বাস হারাবে। নতুন প্রজন্মের প্রতি আস্থা রাখতে হবে, তাহলেই তারা ভালো পারফর্ম করবে।’
নতুনদের মধ্যে অনেকেই আলোচনায় আছেন-তৌহিদ হৃদয়, শান্ত, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিমদের নিয়ে আশা দেখছেন অনেকে। তবে সিনিয়রদের শূন্যস্থান পূরণ করতে হলে পারফরম্যান্সে ধারাবাহিকতা আনতে হবে তাদের।
Discussion about this post