চার রাউন্ড শেষে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) জমে উঠেছে। এখন পর্যন্ত সমান তিনটি করে জয় পেয়েছে পাঁচটি দল। তবে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের দল চার ম্যাচে তিনটি জয় তুলে নিয়ে টেবিলের এক নম্বরে অবস্থান করছে।
আসরের অন্যতম ফেভারিট আবাহনী লিমিটেড প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরবর্তী তিনটি ম্যাচে জয় পেয়েছে। পয়েন্ট তালিকায় তারা রয়েছে দ্বিতীয় স্থানে। সমান তিনটি করে জয় পাওয়া গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব রান রেটে পিছিয়ে যথাক্রমে তিন, চার ও পাঁচ নম্বরে অবস্থান করছে।
চার ম্যাচ শেষে দুইটি করে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব ও ধানমন্ডি ক্রিকেট ক্লাব। টানা দুই জয় দিয়ে শুরু করা ধানমন্ডি শেষ দুই ম্যাচে পরাজিত হয়ে আট নম্বরে নেমে গেছে। প্রাইম ব্যাংক রয়েছে ছয়ে, আর গুলশান রয়েছে সাত নম্বরে।
এবারের আসরে মাত্র একটি করে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, পারটেক্স স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তারা পয়েন্ট তালিকার নয়, দশ ও এগারো নম্বরে অবস্থান করছে। প্রথম ম্যাচে পারটেক্সকে হারানোর পর টানা তিন ম্যাচ হেরেছে শাইনপুকুর।
সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। এখনও কোনো জয় না পাওয়া দলটি পয়েন্ট তালিকার একদম শেষে অবস্থান করছে, যা তাদের জন্য বড় ধাক্কা।
ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে প্রাইম ব্যাংকের ওপেনার মোহাম্মদ নাইম শেখ চার ম্যাচ শেষে ৭৫.৭৫ গড় ও ৩০৩ রান নিয়ে ব্যাটিং তালিকার শীর্ষে রয়েছেন। তার পরেই ২৭৮ রান নিয়ে রয়েছেন পারভেজ হোসেন ইমন, আর ২৬৬ রান করে তালিকার তিন নম্বরে রয়েছেন তামিম ইকবাল।
বোলিংয়ে এখন পর্যন্ত শীর্ষ উইকেট সংগ্রাহক হিসেবে যৌথভাবে সবার ওপরে রয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের তানভীর ইসলাম ও মোহামেডানের তাইজুল ইসলাম। দুজনেই চার ম্যাচে ১০টি করে উইকেট নিয়েছেন।
Discussion about this post