বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট আয়োজনের পরিকল্পনা করছে। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসন্ন আসরেই এই ফরম্যাটে খেলার পরিকল্পনা করছে বিসিবি, যা দেশের ক্রিকেটারদের নতুন অভিজ্ঞতা দেবে।
বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান আজ মঙ্গলবার বলেন, ‘আমরা বিসিএল দিবারাত্রির করতে পারি, গোলাপি বল ব্যবহার করতে পারি। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যেহেতু মে মাসে গরম থাকবে, তাই আমরা এমন একটি ভেন্যু বেছে নিতে চাই যেখানে ফ্লাডলাইটের ব্যবস্থা ভালো থাকবে।’
গোলাপি বল ব্যবহারের ফলে ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জ তৈরি হলেও তা ভবিষ্যতে উপকারে আসবে বলে মনে করেন কোচ সোহেল ইসলাম। তিনি বলেন, ‘গোলাপি বলের চরিত্র লাল বা সাদা বলের চেয়ে আলাদা। ব্যাটারদের বলের মুভমেন্ট বুঝতে হবে, বোলারদের জানতে হবে কীভাবে সুইং বা স্পিন করাতে হবে। ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞতা নেওয়া গেলে ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচে সুবিধা হবে।’
বিশ্ব ক্রিকেটে দিবারাত্রির টেস্টের প্রচলন থাকলেও বাংলাদেশ এখনো একবারই গোলাপি বলে টেস্ট খেলেছে। ২০১৯ সালে ভারতের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে সেই ম্যাচে ইনিংস ব্যবধানে হেরে গিয়েছিল বাংলাদেশ।
Discussion about this post