ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আজ রূপগঞ্জ টাইগার্সকে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। ২৬১ রানের লক্ষ্য ১৫ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে নাজমুল হোসেন শান্তর দল, জয় পায় ৪ উইকেটে।
বিকেএসপির তিন নম্বর মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে রূপগঞ্জ টাইগার্স ২৬০ রানের মাঝারি সংগ্রহ গড়ে। দলের পক্ষে সর্বোচ্চ ১০৪ রান করেন আল আমিন জুনিয়র। সপ্তম উইকেটে ফয়সালের সঙ্গে ৮২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে তিনি দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন। ফয়সাল ৪৭ বলে অপরাজিত ৪৯ রান করেন।
আবাহনীর বোলারদের মধ্যে নাহিদ রানা ৯ ওভারে ৩৬ রানে ২ উইকেট নেন। বাঁহাতি স্পিনার রকিবুল হাসান শিকার করেন ৩ উইকেট, মোসাদ্দেক হোসেনও ২টি উইকেট নেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আবাহনী লিমিটেডের দুই ওপেনার জিসান আলম ও পারভেজ হোসেন ইমন দলকে দারুণ শুরু এনে দেন। উদ্বোধনী জুটিতে তারা ৬২ রান যোগ করেন। ৩৯ রান করে আউট হন জিসান। আগের ম্যাচে ১২৬ রান করা পারভেজ ফিফটির সম্ভাবনা জাগিয়েও ৪৭ রানে বোল্ড হয়ে যান।
তিন নম্বরে নেমে অধিনায়ক শান্ত ৫০ বলে ৩৭ রান করেন। দলের জয়ের ভিত গড়ে দেন মিঠুন, যিনি ৬১ বলে ৬০ রানের কার্যকর ইনিংস খেলেন। তবে ম্যাচ শেষ করে আসেন অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। ৩৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলে তিনি নিশ্চিত করেন আবাহনীর জয়।
রূপগঞ্জ টাইগার্সের বোলারদের মধ্যে ফয়সাল ১০ ওভারে ৪৫ রানে ২ উইকেট নেন। এছাড়া মাহমুদুল, শরিফ, মইনুল ও আল আমিন প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন।
শেষ পর্যন্ত আবাহনী লিমিটেড ৪৭.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলে নেয় এবং ৪ উইকেটের জয় নিশ্চিত করে। যদিও ম্যাচসেরার পুরস্কার জেতেন পরাজিত দলের আল আমিন জুনিয়র, যিনি লড়াকু সেঞ্চুরি করেছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব: ৪৯.৪ ওভারে ২৬০ (মজিদ ১৩, অমিত ১৫, মইনুল ১৮, গালিব ৮, আল আমিন ১০৪, মাহমুদুল ২৫, তানবীর ৪, ফয়সাল ৪৯*, মারাজ ৪, শরিফ ১, ফাহাদ ১; নাহিদ ৯-১-৩৬-২, মেহেদি ৬-০-৪০-০, মোসাদ্দেক ৯.৪-০-৩৭-২, রকিবুল ১০-০-৪৩-৩, জিসান ১-০-৩-০, মাহফুজুর ৫-০-৩০-০, এনামুল ৬-০-৪৫-০, মুমিনুল ৩-০-১৭-১)
আবাহনী লিমিটেড: ৪৭.৩ ওভারে ২৬৪/৬ (জিসান ৩৯, পারভেজ ৪৭, শান্ত ৩৭, মিঠুন ৬০, মুমিনুল ৯, মোসাদ্দেক ৪৭*, মাহফুজুর ৫, রকিবুল ০*; ফাহাদ ৬-১-৩০-০, মাহমুদুল ৯-১-৫১-১, শরিফ ৫-০-৪৫-১, মইনুল ১০-০-৬০-১, আল আমিন ৭-১-২৮-১, ফয়সাল ১০-০-৪৫-২, তানবীর ০.৩-০-৪-০)
ফল: আবাহনী লিমিটেড ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আল আমিন জুনিয়র
Discussion about this post