চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার টেস্ট সিরিজে মনোযোগ দিচ্ছে বাংলাদেশ দল। ২০১৭ সালের আসরে সেমিফাইনাল খেলা টাইগাররা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচেই জয় পায়নি। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এতে মাত্র এক পয়েন্ট নিয়ে দেশে ফিরতে হয়েছে বাংলাদেশ দলকে।
এই ব্যর্থতা ভুলে এবার টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে।
২০২০ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে, যেখানে ইনিংস ও ১০৬ রানে জয় পেয়েছিল টাইগাররা। এবারও সাকিব-লিটনদের দল ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে দাপুটে পারফরম্যান্স করতে চাইবে।
জিম্বাবুয়ে সিরিজের সূচি
২০-২৪ এপ্রিল: প্রথম টেস্ট, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।
২৮ এপ্রিল-২ মে: দ্বিতীয় টেস্ট, জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম।
Discussion about this post