ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ শুক্রবার লিজেন্ডস অব রূপগঞ্জের সামনে বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। জয়ের জন্য আকবর আলির দলের দরকার ৩৩৩ রান।
বিকেএসপির তিন নম্বর মাঠে টসে জিতে রূপগঞ্জ প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ধানমন্ডিকে। ব্যাট হাতে দারুণ সাড়া দেন ইয়াসির আলি রাব্বি। তার দুর্দান্ত শতকে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩২ রান সংগ্রহ করেছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব।
ইয়াসির ১২১ বলে ১৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৭টি ছক্কা। এছাড়া মইন খান ৬৩ বলে ৬২ রান, জিয়াউর রহমান ঝড় তুলে ১৮ বলে ৪০ রান ও অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ৩৩ রান।
৭৩ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন ইয়াসির। শতক করেন ৯৭ বলে। পরের পঞ্চাশ করতে ২৪ বল খেলেন তিনি। তাকে সঙ্গ দেয়া মইনও হাফ সেঞ্চুরি পেয়েছেন।
লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের মধ্যে তানভীর ইসলাম ৩ উইকেট ও সৌম্য সরকার ২ উইকেট নেন।
এর আগে গত মঙ্গলবার গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১০ উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। এবার ধানমন্ডির বিপক্ষে তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
সংক্ষিপ্ত স্কোর-
ধানমন্ডি স্পোর্টস ক্লাব- ৫০ ওভারে, ৩৩২/৭ (ইয়াসির ১৪৩*, সোহান ৩৩, মইন ৬২; তানভীর ৩/৫০, সৌম্য ২/৬২)
Discussion about this post