ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনেই আজ বড় চমক! তারকাসমৃদ্ধ মোহামেডান স্পোর্টিং ক্লাব বড় ব্যবধানে হেরে গেছে গুলশান ক্রিকেট ক্লাবের কাছে। বিকেএসপির ৩ নম্বর মাঠে ১০৭ রানে হার মানে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর মতো তারকা সমৃদ্ধ মোহামেডান।
এদিন প্রথমে ব্যাট করে গুলশান ক্রিকেট ক্লাব ১৯৮ রান সংগ্রহ করে, যেখানে অনূর্ধ্ব-১৯ দলের দুই ব্যাটসম্যান জাওয়াদ আবরার ও ইফতেখার হোসেন দুর্দান্ত ইনিংস উপহার দেন। জাওয়াদ ৮৬ বলে ৭৫ রান করেন, আর ইফতেখার এবারের লিগের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ৯ চার ও ৩ ছক্কায় ১১০ বলে ১০৮ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে ৪০.২ ওভারে মাত্র ৯১ রানে অলআউট হয় মোহামেডান। দলটির ব্যাটিং লাইনআপ ধসে পড়ে, যেখানে তামিম (২২), মুশফিক (৭) ও মাহমুদউল্লাহ (১০) ব্যর্থ হন। ব্যাট হাতে আরিফুল ইসলাম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তার ৭৯ বলে ৭৩ রানের ইনিংস জয়ের জন্য যথেষ্ট ছিল না।
গুলশানের জয়ের নায়ক ইফতেখার হোসেন। ব্যাট হাতে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও ৩ উইকেট নিয়ে মোহামেডানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন।
বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর হার
শুধু মোহামেডানই নয়, ডিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডও হারতে হয়েছে অগ্রণী ব্যাংকের কাছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীর ২৩৪ রানের স্কোর তাড়া করে ৫ উইকেটে জয় পায় অগ্রণী ব্যাংক।
ব্যাটিংয়ে আবাহনীর পক্ষে পারভেজ হোসেন ইমন (৫০) ও মোসাদ্দেক হোসেন (৭৩) ফিফটি করলেও বাকিরা সুবিধা করতে পারেননি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২০ রানে এলবিডব্লু হয়ে ফিরে যান। জয়ের জন্য ২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অগ্রণী ব্যাংকের ওপেনার ইমরানুজ্জামান (৩৫) ও সাদমান ইসলাম (৪৬) দারুণ সূচনা এনে দেন। এরপর দলকে জয় এনে দেন অধিনায়ক ইমরুল কায়েস। তিনি মাত্র ৯৪ বলে ৯৪ রান করেন, ৩টি চার ও ৭টি বিশাল ছক্কায় ইনিংসটি সাজান।
শেষদিকে ইমরুল আউট হলেও, অগ্রণী ব্যাংক সহজেই জয় নিশ্চিত করে ৫ উইকেটে ২৩৫ রান তুলে।
শামীমের দুর্দান্ত ইনিংস
দিনের আরেকটি ম্যাচে শামীম হোসেন একাই বদলে দিয়েছেন ম্যাচের চিত্র। বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১১৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেললেও শামীমের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ নিজেদের করে নেয়।
৮৩ বলে ৯৮ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন শামীম। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি বিশাল ছক্কা। শেষদিকে তাকে দারুণ সঙ্গ দেন খালেদ আহমেদ (২৮ অপরাজিত)।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জ টাইগার্স ২১৬ রানে অলআউট হয়। দলের পক্ষে আব্দুল মজিদ (৫৩) ও তানভীর হায়দার (৪৭) কিছুটা লড়াই করেন। তবে প্রাইম ব্যাংকের স্পিনার আরাফাত সানি ও নাজমুল ইসলাম ৩টি করে উইকেট নেন। শেষ পর্যন্ত শামীমের ঝড়ো ব্যাটিংয়ের কল্যাণে ৩৩তম ওভারেই ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় প্রাইম ব্যাংক।
Discussion about this post