বাংলাদেশের ক্রিকেটে দলবদলের বাজারে হঠাৎ করেই সাকিব আল হাসানের নাম নিয়ে শুরু হয়েছিল আলোচনার ঝড়। ঢাকা প্রিমিয়ার লিগের দল লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দেন সাকিব। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস (সিসিডিএম) আনুষ্ঠানিকভাবেও বিষয়টি নিশ্চিত করেছিল। তবে মাত্র একদিনের ব্যবধানে পাল্টে গেছে চিত্র। রূপগঞ্জ আজ সাকিবের নাম প্রত্যাহারের জন্য আবেদন করেছে।
কিন্তু কেন এই আকস্মিক পরিবর্তন? ক্লাবটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিটু জানিয়েছেন, ‘সাকিব আমাদের অনুরোধ করেছেন তার দলবদল স্থগিত রাখার জন্য। সেই অনুযায়ী আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি।’
সিসিডিএমের সদস্যসচিব সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘দলবদল শেষ হলে ক্লাবগুলোর জন্য একটি সুযোগ থাকে খেলোয়াড়দের তালিকা সংশোধনের। সেই নিয়ম অনুসারেই রূপগঞ্জ আবেদন করেছে। এখন তাদের অনুরোধের ভিত্তিতে আমরা সাকিবের নাম তালিকা থেকে সরিয়ে দেব।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি বিষয়টা। সাকিবের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে সেটা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। উনি বলেছেন যখন দেশে আসবেন উনি আসলে আগের বারের দল থেকে মিউচুয়াল ভাবে যদি সে খেলতে চায় আমাদের দলে তাহলে তাকে আমরা পরবর্তীতে দলভুক্ত করব।’
প্রিমিয়ার লিগের দলবদল শেষ হয়েছে এবং মার্চের প্রথম সপ্তাহেই শুরু হতে যাচ্ছে এই ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাপূর্ণ এই আসর।
Discussion about this post