ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মানেই দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় আসর। প্রতিবারের মতো এবারও দলগুলো নিজেদের সেরা অবস্থানে রাখতে মরিয়া। তবে সবার চেয়ে এগিয়ে থাকতে চায় লিজেন্ডস অব রূপগঞ্জ।
গত কয়েক বছর ধরেই ভালো দল গড়লেও শিরোপা জয়ের স্বাদ নিতে পারেনি রূপগঞ্জ। তবে এবার ভিন্ন চিত্র। ক্লাবটির মালিক লুৎফর রহমান বাদল দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও ক্রিকেটের প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। এবার দেশে ফিরে আরও শক্তিশালী দল গড়তে মন দিয়েছেন তিনি।
নতুন শক্তিতে রূপগঞ্জ
এই মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জ বেশ কিছু সম্ভাবনাময় ও অভিজ্ঞ খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। জাতীয় দলের এক নম্বর ওপেনার হয়ে ওঠা তানজিদ হাসান তামিম এবং তরুণ ওপেনার জিসান আলম এবার খেলবেন রূপগঞ্জের হয়ে। এ দুজন আগেরবার খেলেছিলেন শাইনপুকুরের হয়ে। সৌম্য সরকার ও সাইফ হাসানের মতো দুই তারকা ক্রিকেটারও নাম লিখিয়েছেন লিজেন্ডসে।
এছাড়া দলে যোগ দিয়েছেন মাহমুদুল হাসান জয়, তৌফিক খান তুষার, আকবর আলী, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব ও রেজাউর রহমান রাজা।
শুধু ব্যাটসম্যান নয়, বোলিং আক্রমণকেও শক্তিশালী করতে রূপগঞ্জ চেষ্টা করছে দেশের শীর্ষ পেসারদের দলে ভেড়ানোর। ইতোমধ্যে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের সঙ্গে আলোচনা চলছে, এবং অন্তত দুজনকে রূপগঞ্জের জার্সিতে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে দল
লিজেন্ডস অব রূপগঞ্জের লক্ষ্য শুধু প্রতিদ্বন্দ্বিতা করা নয়, বরং চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করা। শেখ জামাল থেকে অভিজ্ঞ ওপেনার সাইফ হাসান এবং আবাহনীর বাঁহাতি স্পিনার তানভীর ইসলামও এবার রূপগঞ্জের দলে যোগ দিচ্ছেন। এতে ব্যাটিং-বোলিং উভয় দিক থেকেই দলটি আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠছে।
কোচিং প্যানেলে পরিবর্তন
দলের উন্নতির জন্য শুধুমাত্র খেলোয়াড়দের ওপর নির্ভর না করে কোচিং প্যানেলেও পরিবর্তন আনতে যাচ্ছে রূপগঞ্জ। আগেরবার কোচ ছিলেন তুষার ইমরান ও নাজমুল হোসেন। এবার প্রধান কোচ হিসেবে দেখা যেতে পারে অভিজ্ঞ সোহেল ইসলামকে, যিনি দীর্ঘদিন শেখ জামালের কোচ ছিলেন।
প্রতিদ্বন্দ্বিতার নতুন রূপ
আগামী ৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে এবার বেশ জমজমাট লড়াই শুরু হবে। আবাহনী ও মোহামেডানের মতো শক্তিশালী দলের সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটি ইতোমধ্যে তারকা ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করে নিজেদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে।
জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণের কারণে ডিপিএল সবসময়ই বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না, বরং বাড়তি উত্তেজনা যোগ করেছে লিজেন্ডস অব রূপগঞ্জের দল গোছানোর কৌশল।
লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নাম লেখানো ক্রিকেটাররা-
সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তৌফিক খান তুষার, মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক, আকবর আলী, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, টিপু সুলতান, সামিউল বসির রাতুল।
Discussion about this post