বাংলাদেশ সফরে শ্রীলঙ্কান টেস্ট দলে ডাক পেলেন শ্রীলঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস । বৃহস্পতিবার মুশফিকুর রহীমদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। শুক্রবারই ঢাকা আসছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।
পাকিস্তান সিরিজে খেলা অফ স্পিনার সচিত্র সেনানায়েকে দলে নেই। বাদ পড়েছেন ইনজুুরিতে পড়া লাহিরু থিরিমানেও। দলে আছেন ১৯ বছর বয়সী বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্ডোও। পাকিস্তান সিরিজে দলে থাকলেও একটি ম্যাচও খেলার সুযোগ পাননি এ ফাস্ট বোলার।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট, দুটি টি-টুয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। প্রথম টেস্ট শুরু হবে ২৭ জানুয়ারি, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা টেস্ট দল
অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, দিমুথ করুনারতেœ, কুশল সিলভা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, কিথুরুয়ান ভিতানাগে, প্রসন্ন জয়াবর্ধনে, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, অজন্তা মেন্ডিস, সুরঙ্গ লাকমল, নুয়ান প্রদীপ, শামিন্দা এরাঙ্গা এবং বিশ্ব ফার্নান্ডো।
Discussion about this post