অধিনায়ক মুশফিকুর রহীমের ডেপুটি হলেন তামিম ইকবাল। জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে তামিমকে। এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো সহ-অধিনায়ক হয়েছিলেন তিনি। একবছর পর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ব্যর্থতার পর অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে পদ হারান তিনিও ।
তামিমের আগে সহ-অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাজে নৈপুন্যের কারনে জাতীয় দল থেকে বাদ পড়েছেন এ অলরাউন্ডার।
Discussion about this post