একই দিনে নারী ক্রিকেটে দুটি সুখবর। সকালে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর দুপুরে দল হারাল স্কটল্যান্ডকে। উইন্ডিজকে হারিয়ে বাংলাদেশ জাতীয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে জুনিয়র টাইগ্রেসরা উঠে গেল বিশ্বকাপের সুপার সিক্সে।
আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১৭ রানে হারিয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার মিশন। সেই লক্ষ্যে দারুণ দাপটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা।
মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের পাঠায় স্কটিশরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান তুলে বাংলাদেশ। এরপর দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে ১০৩ রানে আটকে রাখে বাংলাদেশ দল। তুলে নেয় ১৮ রানের জয়।
এখন তাদের সামনে সুপার সিক্স মিশন। যেখানে বাংলাদেশের মেয়েরা খেলবে ১ নম্বর গ্রুপে।
বাংলাদেশে দলের হয়ে ৩৬ বলে সর্বোচ্চ ২৯ রান তুলেন অধিনায়ক সুমাইয়া আক্তার। ১৯ বলে ২১ রান আসে আফিয়া আশিমা ইরার ব্যাট থেকে। স্কটল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন নাঈমা শেখ এবং মাইসি মাসিয়ারা। এরপর জবাবে নামা স্কটল্যান্ড দলকে শুরুতেই আটকায় বাংলাদেশের বোলাররা। ১০৩ রান তুলে থেমেছে স্কটিশ মেয়েরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আনিসা আক্তার সোবা। ১টি করে উইকেট তুলেন হাবিবা ইসলাম পিংকি ও নিশিতা আক্তার নিশি।
অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের নেপালকে হারিয়ে শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে। আজ স্কটিশদের হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে উঠল মেয়েরা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১২০/৯ (সুবর্ণা ০, ছোঁয়া ১৪, জুয়াইরিয়া ২০, সাদিয়া ৬, আফিয়া ২১, জান্নাতুল ১, সুমাইয়া ২৮*, সাদিয়া ০, হাবিবা ৮, নিশিতা ১; ফন্টেনলা ৪-১-১৬-১, বল্ডি ৩-০-১৭-১, নাঈমা ৪-০-১৫-২, ম্যাককোল ৪-০-২৪-১, ম্যাকেইরা ৩-০-২৭-২, স্পিডি ২-০-১৮-০)।
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১০৩/৮ (কেলি ৮, ওয়ালসিংহ্যাম ১১, স্প্রাউল ৪৩, মুইর ২২, নাঈমা ১, বল্ডি ৪, ফন্টেনলা ১, স্পিডি ৫, ম্যাকেইরা ২*, ম্যাককোল ০*; নিশিতা ৪-০-৩০-১, ছোঁয়া ৪-০-১৭-০, আনিসা ৪-১-২৫-৪, জান্নাতুল ৪-০-১৩-০, হাবিবা ৪-০-১৬-১)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৭ রানে জয়ী।
ম্যাচসেরা: আনিসা আক্তার সোবা।
Discussion about this post