একটা সময় তারা দুজন ছিলেন খুবই কাছের বন্ধু। তাদের সেই বন্ধুত্বার গল্পটা জানা ক্রিকেটাঙ্গনের সবারই্য। কিন্তু সময়ের পথ ধরে এখন দুজনা যেন দুই মেরুর। সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্কটা আগের মতো নেই-ই, তিক্ততায় ছুঁয়ে গেছে এমন খবরও চালু আছে।
সাকিব-তামিমের নাকি মুখ দেখাদেখিও বন্ধ। এবার এই দুই ক্রিকেটার বিপিএলে একসঙ্গে হতে পারেননি। সাকিব খেলতে পারেননি বিপিএলে। দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর ক্যারিয়ারই শেষ বলা যায় সাকিবের। আবার তামিম দেশের হয়ে আর্ন্তজাতিক ম্যাচকে বিদায় বলে দিয়েছেন এই মাসে। এ অবস্থায় দেশের বাইরে এক আসরে দেখা হচ্ছে তাদের।
সাবেক ক্রিকেটারদের টুর্ণামেন্ট লিজেন্ড নাইন্টিতে সাকিব-তামিম খেলবেন। অবশ্য দুইজন দুই দলে। অবসরের পর লিজেন্ড নাইন্টিতে নাম লেখালেন তামিম। এই লিগে সাকিবও পেয়েছেন দল। তামিমকে দলে নিয়েছে বিগ বয়েজ স্কোয়াড। সাকিব খেলবেন দুবাই জায়ান্টসে।
লিজেন্ড নাইনন্টিতে খেলার খবরটি নিশ্চিত করে টুর্ণামেন্টের ফেসবুক পেজে তামিম বলেন, ‘রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি, লিজেন্ড নাইন্টিতে আমি বিগ বয়েজদের হয়ে খেলতে যাচ্ছি। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে।’
সাকিব-তামিম ছাড়াও এবারের লিজেন্ড নাইন্টিতে ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট প্রায়রের মতো বড় তারকারাও রয়েছেন।
Discussion about this post