মিরপুর শেরেবাংলার মাঠ মানেই বোলারদের দাপট। এখানে রান তুলতে পারাটা এতোদিন সহজ ছিল না। কিন্তু এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মনে হচ্ছে ভিন্ন দৃশ্য দেখা মিলবে। আজ সোমবার একাদশ বিপিএলের প্রথম দিনের ম্যাচেই দেখা গেল রান বন্যা!
দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ১৯৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। কিন্তু তারকাসমৃদ্ধ বরিশাল প্রতিপক্ষকে চমকে দিয়ে ১৮.১ ওভারই সেই লক্ষ্য পেরিয়ে ৪ উইকেটের জয় তুলে মাঠ ছাড়ে।
রাজশাহীর পাহাড়সম স্কোরের সামনে ৬১ রানে ৫ উইকেট হারিয়ে হারের পথে ছিল ফরচুন বরিশাল। মাহমুদউল্লাহ রিয়াদ দেখালেন ম্যাজিক। ৪ ছক্কা আর ৫ বাউন্ডারিতে ২৬ বলে অপরাজিত ৫৬ রান তার ব্যাটে। ২১৫.৩৮ স্ট্রাইক রেট। মাহমুদউল্লাহকে সঙ্গ দেন দুই পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি আর ফাহিম আশরাফ। ষষ্ঠ উইকেটে আফ্রিদির মাত্র ৪.১ ওভারে ৫১ রানের জুটি। আফ্রিদি ১৭ বলে ২৭ রান।
এরপর ফাহিম আশরাফ ঝড়। ৭ ছক্কা আর এক বাউন্ডারিতে মাত্র ২১ বলে অপরাজিত ৫৪ রানে ফাহিম নট আউট।
সংক্ষিপ্ত স্কোর-
দুর্বার রাজশাহী: ২০ ওভারে ১৯৭/৩ (হারিস ১৩, জিসান ০, এনামুল ৬৫, ইয়াসির ৯৪*, বার্ল ৯*; আফ্রিদি ৪-০-৩৩-০, মেয়ার্স ৩-০-১৩-২, ফাহি, ৪-০-৪২-১, রিপন ৪-০-৫৫-০, তানভির ৪-০-৪৪-০, নাবি ১-০-৩-০)।
ফরচুন বরিশাল: ১৮.১ ওভারে ২০০/৬ (শান্ত ০, তামিম ৭, হৃদয় ৩২, মেয়ার্স ৬, মুশফিক ১৩, মাহমুদউল্লাহ ৫৬*, আফ্রিদি ২৭, ফাহিম ৫৪*; জিসান ১-০-৬-১, তাসকিন ৪-০-৩১-৩, মৃত্যুঞ্জয় ৩.১-০-৪৩-০, মুরাদ ৪-০-৪২-২, সামারাকুন ৪-০-৬৪-০, বার্ল ২-০-১৩-০)।
ফল: ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মাহমুদউল্লাহ রিয়াদ।
Discussion about this post