জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির লড়াই শেষের পথে। এই লিগ পর্বের শেষ দিনে প্লে-অফ পর্বে ওঠার সুযোগ ছিল পাঁচ দলের-চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল ও ঢাকা বিভাগের। কিন্তু শেষ অব্দি প্লে-অফে উঠতে পারল খুলনা ও চট্টগ্রাম।
শেষ চারে পা রাখার পথে আজ বৃহস্পতিবার খুলনা হারাল রংপুরকে। চট্টগ্রাম শেষ রাউন্ডে জয় না পেলেও রানরেটের ব্যবধানে এগিয়ে থেকে প্লে-অফে উঠল। আগেই প্লে-অফ পর্ব নিশ্চিত করেছিল দুই দল ঢাকা মহানগর ও রংপুর বিভাগ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১৭ রানে ঢাকা মহানগরের বিপক্ষে হার মানে চট্টগ্রাম বিভাগ। তাদের পয়েন্ট ৬। বিকেলের ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালকে ১৯ রানে ঢাকা হারালে তাদের পয়েন্ট দাঁড়ায় ৬। এরপর সমান পয়েন্ট হলেও রান রেটে ঢাকার (-০.৫৫২) চেয়ে বেশ এগিয়ে যায় চট্টগ্রাম (০.২২০)।
জাতীয় লিগের শেষ চারে কে কার মুখোমুখি-
২১ ডিসেম্বর
এলিমেনটর: খুলনা বনাম চট্টগ্রাম
সিলেট স্টেডিয়াম, সকাল ৯-৩০ মি.
প্রথম কোয়ালিফায়ার: ঢাকা মহানগর বনাম রংপুর
সিলেট স্টেডিয়াম, দুপুর ১-৩০
Discussion about this post