প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে অংশ নিয়েই চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আজ শনিবার ফাইনালে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে অনায়াসে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নুরুল হাসান সোহানের দল। জয়ের নায়ক সৌম্য সরকার! ব্যাটে ঝড় তুলে আলোচনায় তিনি।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে রংপুর। বিপিএলের দলটি তুলে ২০ ওভারে ৩ উইকেট খুঁইয়ে ১৭৮ রান। জবাব দিতে নেমে ১৮.১ ওভারে ১২২ রানে শেষ ভিক্টোরিয়া। ৫৬ রানের অনায়াস জয়ে চ্যাম্পিয়ন রংপুর।
সৌম্য সরকার ব্যাটে ঝড় তুলে ফাইনালে ৫ ছক্কা ৭ চারে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেন। ম্যাচের সেরা রংপুর রাইডার্সের এই তারকা ব্যাটার।
যদিও বিসিবি অনুমতি না দিলে এই ম্যাচ খেলতেই পারতেন না তিনি। এই ম্যাচ না খেলে গায়ানা থেকে সেন্ট কিটসের বিমানে ধরার কথা ছিল সৌম্য সরকার, রিশাদ হোসেন ও আফিফ হোসেনের। আগের দিন তিন ক্রিকেটারকে তলব করে বিসিবি। সেন্ট কিটসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দেওয়া দিতে বলা হয়েছিল তাদের। রংপুর রাইডার্সের খেলোয়াড় সংকটের আবেদন করলে বোর্ড অনুমতি দেয়।
ফাইনালে এর আগে টস জিতে ব্যাট করতে নামা রংপুরের উদ্বোধনী জুটিতে সৌম্য ও স্টিভেন টেলর ঝড় তুলেন। টেলর ৬৮ রান তুলে ফিরলেও সৌম্য টিকে ছিলেন শেষ অব্দি। ৩৩ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। অপরাজিত থাকেন ৫৪ বলে ৮৬ রান তুলে। রংপুরকে এনে দেন গ্লোবাল সুপার লিগের ট্রফি।
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রাইডার্স: ১৭৮/৩, ২০ ওভারে (সৌম্য ৮৬, টেলর ৬৮, মাডসেন ১০; ড্রেকস ১/২০)।
ভিক্টোরিয়া: ১২২, ১৮.১ ওভারে (ক্লার্ক ৪০, ম্যাকডোনাল্ড ১৬; হারমিত ৩/১৯, সাইফ ২/২১, মেহেদী ২/২০, রিশাদ ২/২৬)।
ফল: রংপুর রাইডার্স ৮৬ রানে জয়ী।
ম্যাচসেরা: সৌম্য সরকার
Discussion about this post