প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হলো। একেবারে অনায়াসে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ দল। আজ শুক্রবার সেমি-ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়ে আরও একবার ফাইনালে পা রাখল বাংলাদেশের যুবারা।
আজ দুবাইয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে প্রথমে ১১৬ রানে আটকে রাখে বাংলাদেশ। এরপর ব্যাট করতে নেমে ২২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা।
পাকিস্তানের ইনিংসে শুরুতেই আঘাত হানেন পেসার মারুফ মৃধা। তিনি ফেরান দুই ওপেনারকে। সঙ্গে দুর্দান্ত বোলিং করে চার উইকেট নেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন।
জবাবে নেমে শুরুতে বাংলাদেশ উইকেট হারালেও দারুণ লড়লেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তিনিই এদিন এনে দেন অনায়াস এক জয়। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে ৭ চার ও ৩ ছক্কায় বাংলাদেশ অধিনায়ক অপরাজিত থাকেন ৪২ বলে ৬১ রানে।
দিনের আরেক সেমি-ফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। ৮ ডিসেম্বর দুবাইয়ের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে লড়বে বাংলাদেশ ও ভারত।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৩৭ ওভারে ১১৬/১০ (উসমান ০, শাহজাইব ০, রিয়াজউল্লাহ ২৮, সাদ ১৮, নাভিদ ২, হারুন ১০, ফারহান ৩২, ফাহাম ৮*, উমার ১, সুবহান ০, রাজা ০; মারুফ ৬-০-২৩-২, ফাহাদ ৮-০-২৩-১, রিয়াজ ৮-২-১৩-০, ইমন ৭-১-২৪-৪, সামিউন ৫-০-১৫-০, আজিজুল ১-০-১১-০, দেবাশিস ২-১-৭-১)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২২.১ ওভারে ১২০/৩ (জাওয়াদ ১৭, কালাম ০, আজিজুল ৬১*, শিহাব ২৬, রিজান ৫*; রাজা ৯-৩-৪০-১, উমার ৫-১-৩৬-০, সুবহান ৫-০-২৭-১, নাভিদ ৩.১-০-১৩-১)।
ফল: ৭ উইকেটে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যাচসেরা: ইকবাল হোসেন ইমন।
Discussion about this post