জ্যামাইকা টেস্টে দারুণ একটা দিন পার করেছে বাংলাদেশ। বলা যায় এখন যে জায়গায় দাঁড়িয়ে দল তাতে জয়ের স্বপ্ন দেখতেই পারে। কারণ জিততে হলে স্যাবাইনা পার্কে রান তাড়ার রেকর্ড গড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে।
জ্যামাইকা টেস্টে বাংলাদেশ ড্রাইভিং সিটে। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের দল তুলেছে ৫ উইকেটে ১৯৩ রান। তৃতীয় দিনের খেলা শেষে লিড ২১১ রানের। মানে আজ কিছুটা সময় দৃঢ়তা দেখাতে পারলে জয় ধরা দিতেই পারে। জ্যামাইকার এই পিচে সর্বোচ্চ ২১২ রান তাড়া করে জেতার রেকর্ড নেই-এটাও স্বস্তির খবর টাইগারদের জন্য।
সোমবার স্যাবাইনা পার্কে ১ উইকেটে ৭০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এরপরই বাংলাদেশের বোলিং তোপে প্রথম ইনিংস অলআউট হয় ১৪৬ রানে। ১ উইকেটে ৮৫ রান। তারপর ৯১ রানের মধ্যে হারায় ৯ উইকেট। নাহিদ রানা প্রথমবারের মতো ফাইভার পান।
ক্যারিবিয়ায় টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের স্বাদ পান নাহিদ রানা। ৬১ রানে ৫ উইকেট নেন এই পেসার।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৪/১০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬৫ ওভারে ১৪৬/১০ (ব্রাথওয়েট ৩৯, লুই ১২, কার্টি ৪০, হজ ৩, আথানেজ ২, গ্রেভস ২, দা সিলভা ৫, আলজারি জোসেফ ৭, রোচ ৮, শামার জোসেফ ৬, সিলস ৮*; হাসান ১১-৪-১৯-২, তাসকিন ১৪-৭-২০-১, নাহিদ ১৮-১-৬১-৫, তাইজুল ১৭-৭-২৪-১, মিরাজ ৫-১-১৫-১)।
বাংলাদেশ ২য় ইনিংস: ৪১.৪ ওভারে ১৯৩/৫ (জয় ০, সাদমান ৪৬, শাহাদাত ২৮, মিরাজ ৪২, লিটন ২৫, জাকের ২৯*, তাইজুল ৯*; সিলস ৯-২-৪৩-১, আলজারি জোসেফ ৮.৪-০-৩৯-১, শামার জোসেফ ১০-০-৭০-২, গ্রেভস ৮-১-২০-১, হজ ১-০-৪-০, রোচ ৫-০-১২-০)।
#৩য় দিন শেষে
Discussion about this post