গত কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার কি শেষ? এই প্রশ্নের উত্তর মিলতে শুরু করেছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে হয়তো আর জাতীয় দলে নাও দেখা যেতে পারে সাকিবকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও নেই বিশ্বসেরা এই অলরাউন্ডার।
তাকে ও নাজমুল হোসেন শান্তকে বাইরে রেখেই উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইনজুরির কারণে টেস্টের পর ওয়ানডেতেও নেই নাজমুল হোসেন শান্ত। টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও অধিনায়ক থাকছেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিবিয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেই মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। চোটের কারণে জায়গা হরালেন তারা। এই দলে আফিফ হোসেন ধ্রুব প্রায় এক বছর পর ফিরলেন।
আগামী ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। একই মাঠে ১০ ডিসেম্বর দ্বিতীয় ও সিরিজের শেষ ম্যাচটি হবে ১২ ডিসেম্বর।
বাংলাদেশ ওয়ানডে দল-
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
Discussion about this post