শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েন নাজমুল হোসেন শান্ত। কুঁচকির চোট থেকে সহজে মুক্তি মিলছে না। তাইতো ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট মিশনে যাওয়া হচ্ছে না অধিনায়ক শান্তর। সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে দেখা যাবে না এই ব্যাটারকে। শান্তর বিকল্প হিসেবে টেস্টে সিরিজে শাহাদত হোসেনের নাম ঘোষণা করল বিসিবি।
মঙ্গলবার বিসিবি জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট স্কোয়াডে নাজমুল হোসেন শান্তর বিকল্প হচ্ছেন চট্টগ্রাম বিভাগের ব্যাটসম্যান শাহাদত হোসেন দীপু।’
সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেতৃত্ব দেবেন টেস্ট সিরিজে। সবশেষ আফগান সিরিজের ম্যাচেও তাকে নেতৃত্ব দিতে রেদখা গিয়েছিল।
২২ বছর বয়সী দীপুর জাতীয় দলে অভিষেক হয় নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০২৩ সালের ডিসেম্বরে। ৪টি টেস্ট খেলেছেন তিনি।
নভেম্বরের ২২ তারিখে অ্যান্টিগায় শুরু সিরিজের প্রথম টেস্ট। ৩০ নভেম্বর জ্যামাইকায় শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট ও শেষ টেস্ট। এরপরই উইন্ডিজের সঙ্গে ওয়ানডে লড়াই। সেন্ট কিটসে সিরিজের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ নভেম্বর। এই সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ তিনটি সেন্ট ভিনসেন্টে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
Discussion about this post